নিউইয়র্কে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো প্রথিতযশা ব্যবসায়ী গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন। জ্যাকসন হাইটসের আশা পার্টি হলে ২৯ জানুয়ারি আয়োজিত এই জমজমাট জন্মদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট নূরুল আজিম, আলমগীর খান আলম ও আহসান হাবিব।
আনন্দ হাসি গানে মেতে ওঠা জন্মদিনের এই ঘরোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান শাহ্ নেওয়াজকে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। শাহ্ নেওয়াজ তাঁর স্ত্রী রানো নেওয়াজ, মেয়ে সাদিয়া নেওয়াজ ও ছেলে সাদমান নেওয়াজকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
সাপ্তাহিক আজকাল-এর পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান মনজুর আহমদ, হাসানুজ্জামান সাকী, আবুবকর সিদ্দিকী ও মইনুল হাসান সজল। এসময় সাংবাদিক বেলাল আহমেদ ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মোস্তফা অনিক রাজ।
নিউইয়র্কে প্রথিতযশা ব্যবসায়ী শাহ্ নেওয়াজের জন্মদিন উদযাপিত
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২৯ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান