নিউইয়র্কে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো প্রথিতযশা ব্যবসায়ী গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন। জ্যাকসন হাইটসের আশা পার্টি হলে ২৯ জানুয়ারি আয়োজিত এই জমজমাট জন্মদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট নূরুল আজিম, আলমগীর খান আলম ও আহসান হাবিব।
আনন্দ হাসি গানে মেতে ওঠা জন্মদিনের এই ঘরোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান শাহ্ নেওয়াজকে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। শাহ্ নেওয়াজ তাঁর স্ত্রী রানো নেওয়াজ, মেয়ে সাদিয়া নেওয়াজ ও ছেলে সাদমান নেওয়াজকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
সাপ্তাহিক আজকাল-এর পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান মনজুর আহমদ, হাসানুজ্জামান সাকী, আবুবকর সিদ্দিকী ও মইনুল হাসান সজল। এসময় সাংবাদিক বেলাল আহমেদ ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মোস্তফা অনিক রাজ।