নিউইয়র্কে সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। পরিকল্পনা অনুযায়ী তিনি সিটির জায়গায় ২৪ টি প্রকল্প গ্রহণ করবেন। যাতে সাশ্রয়ী মূল্যে ১২ হাজারের অধিক বাড়ি তৈরি করা যাবে। উচ্চ বিলাসী এই প্রকল্পের নাম হবে ‘২৪ ইন ২৪’।জানা যায়, এই প্রকল্প সম্পর্কে কর্তৃপক্ষ এখনও পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেনি। যদিও অ্যাডামস প্রশাসন বলছে, প্রকল্প ও জায়গার বিষয়ে আগামী মাসে বিশদভাবে জানানো হবে। তবে প্রকল্পের অংশ হতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য জায়গা হলো- ব্রঙ্কসের ১৭৩ তম স্ট্রিটে গ্র্যান্ড কনকোর্স লাইব্রেরি ও খাল এবং সামনের রাস্তার কোণে অবস্থিত স্টেটেন আইল্যান্ড। কুইন্সের হান্টারস পয়েন্ট সাউথ পার্সেল ই এবং ইনউডের নাইনথ অ্যাভিনিউতে একটি পার্কিং লট সহ আরও দুটি লটও মেয়রের নতুন পরিকল্পনায় অন্তর্ভুক্ত প্রাথমিক জায়গাগুলো মধ্যে রয়েছে।
এ বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, “আমাদের ‘২৪ ইন ২৪’ এর পরিকল্পনা হলো ২৪ টি সর্বজনীন মালিকানাধীন জায়গায় সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি এবং সংরক্ষণ করা। নিউইয়র্কবাসীদের জন্য যখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় তখন তাদের আবাসন এবং ত্রাণ সরবরাহ করার জন্য আমরা কীভাবে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করছি তার আরেকটি উদাহরণ হলো এই প্রকল্প।
মেয়র আরও বলেন, এই ধরনের বিনিয়োগগুলো আবারও জননিরাপত্তা রক্ষা, আমাদের অর্থনীতি পুনর্গঠন এবং এই সিটিকে কর্মজীবী শ্রেণির জন্য আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা যে দৃষ্টিভঙ্গি তৈরি করেছি তা প্রদান করে।”
এদিকে নতুন আবাসন পরিকল্পনার পাশাপাশি মেয়র অ্যাডামস অপরাধ, চাকরি এবং অভিবাসী সংকটের বিষয়ে তার তৃতীয় স্টেট অফ দ্য সিটি ঠিকানা ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে।
নিউইয়র্কে সাশ্রয়ী মূল্যে আবাসনের জন্য নিউইয়র্ক সিটি মেয়রের ২৪ প্রকল্প
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান