নিউইয়র্কে হোমওনারশিপ ওয়ার্কশপ ও ট্যাক্স সেভিংস বিষয়ক সেমিনারে বাংলাদেশি-আমেরিকান বিশেষজ্ঞরা বাড়ি কেনা-বেচার পদ্ধতিসহ বিভিন্ন আইন এবং ইনকাম ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ও বিজনেস ট্যাক্স প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। এসময় হোমওনারশিপ ও ট্যাক্স সেভিংস বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন তারা। গত ১৪ জানুয়ারী রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন জাকির চৌধুরী সিপিএ। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, রিয়েলটর ইমাম হোসাইন এবং লোন প্রোডাকশন কো-অর্ডিনেটর আজাদুল ইসলাম। হোমওনারশিপ ও ট্যাক্স সেভিংস বিষয় সম্পর্কে তথ্যবহুল আলোচনা করেন বিশেষজ্ঞ প্যানেলিস্টগণ। এসময় বিশেষজ্ঞরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এ গুরুত্বপূর্ণ সেমিনারে কী-নোট স্পিকার জাকির চৌধুরী সিপিএ ট্যাক্স সেভিংসের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি ইনকাম ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ও বিজনেস ট্যাক্স প্রসঙ্গ, ব্যবসা শুরুর আগে কি কি বিষয়ে জানা প্রয়োজন, ব্যবসায় সফলতা-ব্যর্থতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে তুলে ধরে এবিষয়ে নানা পরামর্শ প্রদান করেন তিনি। আইআরএস এর অডিট থেকে রেহাই পেতে সকলেরই সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বাড়ি ক্রয়-বিক্রয়ের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, রিয়েলটর ইমাম হোসাইন এবং লোন প্রোডাকশন কো-অর্ডিনেটর আজাদুল ইসলাম। তারা, বাড়ি ক্রয়-বিক্রির পদ্ধতিসহ এ সংক্রান্ত আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বাড়ি ক্রয়ের সময় বাড়ির চেইন অব টাইটেল, বাড়ি বুঝে নেওয়ার পদ্ধতি, পূর্বের মালিকের লোন আছে কিনা ইত্যাদি খুটিনাটি বিষয়ও তুলে ধরেন। প্যানেলিস্টরা বলেন, বাড়ি কেনার আগে বাড়ির নামে পূর্বের মালিকের লোন থাকলে ওই লোন নতুন মালিককে পরিশোধ করতে হবে।
আয়োজকরা জানান, এ সেমিনারের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশী অভিবাসীদের হোমওনারশিপ ও ট্যাক্স সেভিংস বিষয়ে সঠিক ধারণা দেয়া। যাতে কমিউনিটির মানুষ প্রচলিত আইন এবং বিধানের আওতায় সর্Ÿোচ্চ নাগরিক সুবিধা ভোগ করতে পারেন। উপকৃত হতে পারেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তাদের সঙ্গে সবাইকে যোগাযোগেরও অনুরোধ জানান তারা।