নিউইয়র্কে জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে উদ্বোধন হয়েছে বাংলাদেশী মালিকানাধীন নতুন সুপার মার্কেট ‘মার্কেট ফ্রেশ’ (সাবেক কাওরানবাজার সুপার মার্কেট)। উদ্বোধন উপলক্ষ্যে ১২ জানুয়ারী শুক্রবার বাদ জুমা আয়োজন করা হয় দোয়া মাহফিল।
এই দোয়া মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির ক্রেতারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফনান। এর পর স্বাগত বক্তব্য রাখেন মার্কেটটির কর্ণধার, বিশিষ্ট রাজনীতিক মো. ইলিয়াস খান। এছাড়াও কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাকির এইচ চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। এময় মার্কেটটির অপর কর্ণধার তানজিমা মজুমদার ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের প্রথম পর্বে দোয়া পরিচালনা করেন ইমাম আব্দুল মুকিত এবং দ্বিতীয় পর্বে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস খান জানান, কাওরান বাজার সুপার মার্কেটের দ্বিতীয় শাখায় ডাকাতি হওয়ার পর মার্কেটটি দীর্ঘদিন বন্ধ রাখতে হয়। কিন্তু আমাদের গ্রাহকসহ জ্যামাইকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে আমরা ‘মার্কেট ফ্রেস’ নামে বৃহৎ পরিসরে মার্কেটটি চালুর সিদ্ধান্ত নেই। নিউইয়র্কের শরিয়া বোর্ড অনুমোদিত হালার মাংস সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছুই এই মার্কেটে পাওয়া যাবে। বলা যায় এটি একটি ‘ওয়ান স্টপ’ সুপার মার্কেট, যেখানে এক ছাতার নীচে সবকিছুই পাওয়া যাবে।
তিনি জানান, ‘মার্কেট ফ্রেশ’র উদ্বোধনী দিনের ‘মেগা সেল’ ছাড়াও আগামীতে বিশেষ সেল থাকবে গ্রাহকদের জন্য।প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তারা বলেন, বাঙালী মালিকানায় জ্যামাইকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য ও পণ্য সামগ্রী। জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে ‘মার্কেট ফ্রেশ’।
উদ্বোধনী দিনে দোকানে ছিলো গ্রাহকের প্রচুর ভীড়। এসময় প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিনতে দেখা গেছে ক্রেতা সাধারণদের।