নিউইয়র্কে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম এবং প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফয়জুন্নেসা আফরিনের একমাত্র কন্যা আনাইজা বিনতে হাসেমের ১ম জন্ম দিন পালিত হয়েছে। কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় পারিবারিক উদ্যোগে গত ৩১ ডিসেম্বর রাতে আন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কেটে তার জন্ম দিন পালন করা হয়। অনুষ্ঠানে তাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ও কর্ণফুলী হোম কেয়ারের প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম এবং প্রতিষ্ঠান দু’টির ভাইস প্রেসিডেন্ট ফয়জুন্নেসা আফরিনের ঘরে ২০২৩ সালের ১ জানুয়ারী জন্ম নেয় আনাইজা বিনতে হাসেম। কন্যা আনাইজা ছাড়াও তাদের দু’পুত্র সন্তান রয়েছে। তারা হচ্ছে সায়ান ইবনে হাসেম এবং আদিয়ান ইবনে হাসেম। আনাইজা সবার ছোট। উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোহাম্মদ হাসেম এবং ফয়জুন্নেসা আফরিন।