কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের রোমাতিয়া শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমাতিয়া গাতা-৭ সভাকক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র রোমাতিয়া শাখার সভাপতি মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের সভাপতি নাসির উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খতিব মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত ছিলেন শাহ আলম, জসিম উদ্দিন, আলী আশরাফ, ইকবাল হোসেন, হারুন মোল্লা, রফিক মোবারক, মেহেদী হাসান, আব্দুস সাত্তার, তাইজুল ইসলাম, মিরাজ, রমজান আলী, আমিনুল ইসলাম প্রমুখ। 

প্রধান আলোচক খতিব মাওলানা হাবিবুর রহমান বলেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ মনোনীত একমাত্র দ্বীন হলো ইসলাম। একজন মুসলমানকে জান্নাতে যেতে হলে তার সর্বপ্রথমে ঈমান থাকতে হবে। এরপরে কুরআন, হাদিস ও ধর্ম সম্পর্কে এলেম বা জ্ঞান থাকতে হবে। এলেম বা জ্ঞান দিয়ে পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী সঠিকভাবে আমল করতে হবে। যে মুসলমানের এই ৪টি জিনিস ঠিক থাকবে সেই মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে।