নিউইয়র্কের ব্রঙ্কসে বিজয় শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা মধ্য দিয়ে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস। দু’দিনব্যাপি অনুষ্ঠানমালায় ছিল ১৭ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ১৬ ডিসেম্বর শ্রদ্ধা-ভালোবাসার এ আয়োজনে স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
১৭ ডিসেম্বর দুপুরে এশিয়ান ড্রাইভিং স্কুলের জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির সামনে থেকে বর্ণিল বিজয় শোভাযাত্রা শুরু হয়ে স্টারলিং-বাংলাবাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এশিয়ান ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। মুষুলধারার বৃষ্টিকে উপেক্ষা করে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী শোভাযাত্রায় অংশ নেন। এরমধ্যে ছিলেন কমিউনিটি লিডার আব্দুর রহিম বাদশা, মোহাম্মদ এন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুনশি বশির, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সিরাজ উদ্দিন সোহাগ, জগলুল চৌধুরী, কাজী রবি উজ জামান, হাসান আলী, মিয়া মোহাম্মদ দাউদ, জালাল চৌধুরী, খবির উদ্দিন ভুইয়া, সেলিম রেজা, এইচএম ইকবাল, যুদ্ধবন্দি হাজী আব্দুর রহমান, নুরুল ইসলাম মিলন, সৈয়দ ফয়েজ, জামাল আহমেদ, সিদ্দিকুর রহমান সুমন, মেহেদী কাবুল, আবদুল কাদের, আহমেদ টিটু, কোয়ান্টাম মেডিটেশনের ব্রঙ্কস, ঢাকা ড্রামার সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হৃদয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকনের বক্তব্যের মধ্যে দিয়ে শোভা যাত্রা শেষ হয়।
এদিন সন্ধ্যায় আল আকসা পার্টী হলে পবিত্র কোরআন তালাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, মেইন স্ট্রিম লিডার আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি লিডার আবদুর রহিম বাদশা, আবদুর রহিম হাওলাদার, সিরাজ উদ্দিন সোহাগ, ফরিদা ইয়াসমিন, নাসিমা ইয়াসমিন, পারভিন, দেওয়ান আকিব, মাসুম আহমেদ, এইচ এম ইকবাল, আনোয়ার হোসেন বাবর, সবুর আহমেদ, মোশাররফ হোসেনসহ অনুপ দাস ডান্স একাডেমির অভিভাবক ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
সঙ্গীতে ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া, সৈয়দ ফয়েজ, টিটু আহমেদ, আব্দুল কাদের, জোসেফিন মিষ্টি।
গত ১৬ ই ডিসেম্বর দুপুর বারটায় ২২/২৩ জন শিশু-কিশোর নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার থিম দেয়া হয় শহীদ মিনার আর স্মৃতি সৌধ। পরিচালনায় ছিলেন অনুপ দাস ডান্স একাডেমির পরিচালনা পরিষদের সুরাইয়া আলম ও মিথান দেব। বিচারকের দায়িত্বে ছিলেন নাট্য ব্যক্তিত্ব এজাজ আলম।