সমুদ্র উপকুলীয় ঝড়ের কবলে পড়ে নিউইয়র্কে অন্তত এক জনের মৃত্যু হয়েছে। ৭৬ বছর বয়সী এক নারীকে ভাসিয়ে নিয়ে গেছে বন্যার স্রোত। নিউইয়র্কের ক্যাটসকিলস অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ৯১১ কল থেকে পুলিশ বিষয়টি জাততে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একট সুভ গাড়ি পানিতে ডুবে রয়েছে। ক্যাটসকিল পার্কের কয়েক মাইল উত্তরপশ্চিমের ক্যাটসকিল গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশের একটি দল গাড়িটির কাছে পৌঁছানোর চেষ্টা করেও প্রবল স্রোতের কারণে পারেনি, বলা হয়েছে পুলিশের এক বিবৃতিতে। পরে গাড়িটি ভেসে যায় বন্যার স্রোতে।

এর আগে বন্যার পানি গাড়িটিকে সড়ক থেকেই গভীর স্রোতের দিকে টেনে নিয়ে যায়। পুলিশে ডুবুরি দলও গাড়িটির কাছে যেতে পারেনি। পরে গাড়িটিকে ঘন জঙ্গলের মধ্যে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। যার ভেতরে গাড়ির চালক সিটে মেরি অ্যান হিল্যান্ড, ৭৬ কে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মরদেন এলিস হসপিটালে পাঠানো হয়।