সিনিয়রদের সেবায় আরও একধাপ এগিয়ে গেল নিউইয়র্কের গোল্ডেন এজ হোম কেয়ার। বয়স্কদের সেবার ব্রত নিয়ে গত ১৫ ডিসেম্বর শুক্রবার এস্টোরিয়ার প্রাণকেন্দ্র ৩১ স্ট্রিটের উপর গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা উদ্বোধন হয়। অফিসটি ৩৬-০৭ ৩১ স্ট্রিটের উপর জালালাবাদ ভবনে অবস্থিত। এ দিন বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার পর অফিসটি উদ্বোধন কনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধূমাত্র আর্থিক বিবেচনা করে এই শাখাটি আমরা চালু করছি না। এই এলাকায় প্রচুর বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। তাদের ঘরের কাছে আমরা সেবা নিয়ে আসছি। হোম কেয়ার পেশায় দক্ষ একদল কর্মি এখানে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, ফোবানার কর্মকর্তা শরাফত হোসেন বাবু, সাপ্তাহিক আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক, সাংবাদিক বেলাল আহমেদ, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, বদরুদ্দোজা বাবু, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা সুলতানা আহমেদ, মামুন বেপারী, শফি উদ্দীন মিয়া, খোকা, মাসুম প্রমুখ।