বীর মুক্তিযোদ্ধা, যাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা, মওলানা ভাসানীর সহচর, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান ইউসুফজাই (সালু) এর দাফন বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সম্পন্ন হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে নিউজার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতিকুর রহমান সালু।
আগে দু’দফা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি)। এতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। খবর ইউএনএ’র।
জানাজা নামাজের আগে মরহুম সালু স্মরণে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও জেএমসি’র সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান ও মোহাম্মদ হোসেন খান, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। এই পর্ব সঞ্চালনা করেন জেএমসি’র সেক্রেটারি আফতাব মান্নান।
জেএমসি’র জানাজায় বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও জেএমসি’র জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারসহ কমিউনিটির সর্বস্তরের শত শত প্রবাসী অংশ নেন।
জেএমসি’র জানাজা শেষে মরহুম আতিকুর রহমান ইউসুফজাই (সালু)-এর মরদেহ নিউজার্সি নিয়ে যাওয়া হয় এবং সেখানকার একটি ফিউনেরালে রাখা হয়। বুধবার (৬ ডিসেম্বর) বাদ জোহর নিউজার্সীর প্যাটারসনস্থ জালালাবাদ মসজিদে মরহুমের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, ফোবানা’র একাংশের চেয়ারম্যান গিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরে তাঁর মরদেহ স্থানীয় টটোয়া এলকার লেওরেল গ্রোব সিমেটারিতে দাফন করা হয়।
আতিকুর রহমান সালুর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দাফন সম্পন্ন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

রিয়েল এস্টেট প্রতারণা : কুইন্সের সংঘবদ্ধ চক্রের গ্রেফতার-১

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট