নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান জহরান মামদানির উদ্যোগে ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় থেংকস গিভিং ডে উপলক্ষে গত ১৩ নভেম্বর কম আয়ের মানুষের মধ্যে হালাল টার্কি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এস্টোরিয়ার ৩৬ এভিনিউ এর ৩০ স্ট্রিটে এ কর্মসূচি পালিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, উপদেষ্ঠা এমাদ চৌধুরী, চৌধুরী সালেহ, আব্দুর রহমান, দেওয়ান সাহেদ চৌধুরী, সৈয়দ মামুন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, মইনুল হক চৌধুরী, মো. সোলেমান, মো: মির্জা, মো হোসেন, শাহনুর কুরাইশি, মনসুর আহমদ চৌধরৌ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন স্টেট সেনেটার ক্রিস্টিন গাঞ্জালাজ অফিসের কমিউনিটি ডিরেক্টর অ্যাফেয়ার সোওনা মার্লোক।
জহরান মামদানী তার বক্তৃতায় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবীতে বাংলাদেশী কমিউনিটিসহ সবাইকে সোচ্ছার হওয়ার আহবাণ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আগামী ১৮ নভেম্বর শনিবার দুপুর ২ :৩০ ঘটিকার ৩৬ এভিনিউ ৩০ ট্রিট এর মধ্যে দুইশত পরিবারের মধ্যে হালাল চিকেন ও গ্রশারি বিতরণ করা হবে।
নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে হালাল টার্কি বিতরণ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২২ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান