নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সাপ্তাহিক আজকালের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। নিউইয়র্ক সিটি মেয়র মেয়র এরিক এডামস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন। গত ২০ অক্টোবর শুক্রবার কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় হল ভর্তি দর্শক-শ্রোতার  উপস্থিতিতে মেয়র এরিক এডামস বলেন, ১৬টি বছর আজকাল বাংলাদেশি কমিউনিটি বির্নিমানে সাপোর্ট দিয়ে আসছে। সেতুবন্ধন তৈরি করছে প্রবাসী বাংলাদেশিদের সাথে আমেরিকান মুলধারার। আমি সাপ্তাহিক আজকাল ও পত্রিকাটির কর্ণধার শাহ নেওয়াজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মেয়র যখন বক্তব্য রাখছিলেন তখন তার পাশে ছিলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ ও তাদের দু সন্তান সাদিয়া নেওয়াজ এবং সাদমান নেওয়াজ।
এর আগে আজকাল সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, সিটির ১১০তম মেয়রকে পেয়ে বাংলাদেশি কমিউনিটি ও আজকাল পরিবার আনন্দিত। শত ব্যস্ততার মধ্যে তার আগমনে আমরা কৃতজ্ঞ। প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র এডামসের জন্য এশিয়ান কমিউনিটির অকুন্ঠ সর্মথন রয়েছে। আগামীতেও তা থাকবে। এরিক এডামস কাজে বিশ্বাসী। তিনি যা প্রতিশ্রতি দেন তার চেয়ে বেশি কাজ করেন। অতীতের যেকোন মেয়রের চেয়ে তিনি বাংলাদেশি কমিউনিটির সাথে বেশি সম্পৃক্ত। তিনি বাংলাদেশি বান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রমানিত করেছেন।
আজকাল পরিবারের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন মনজুর আমেদ, রানো নেওয়াজ, আবু বকর সিদ্দিক, সাদিয়া নেওয়াজ ও সাদমান নেওয়াজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর জন ল্যু, এসেম্লিওম্যান জেনিফার রাজকুমার, মেয়রের উপদেষ্টা দিলীপ চৌহান ও হাইরাম মনসুরাত।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শহিদুল্লাহ। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মেয়র এরিক এডামস বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রসংশা করে বলেন, আপনাদের রুটকে নিশ্চয়ই ভূলবেন না। আমেরিকান বাংলাদেশি নয়। আপনারা বলবেন, বাংলাদেশি আমেরিকান। আপনার রুটকে বুকে ধারন করেই আপনি আমেরিকান। বাংলাদেশি কমিউনিটি পরিশ্রমী, তাদের স্বপ্ন বাস্তবায়ন পরিশ্রমেই, তারা কখনোই সারেন্ডার করে না। স্বপ্নকে তারা পরিত্যাগ করে না। তারা ফেইথ ও ফ্যামিলিতে বিশ্বাস করে। এর প্রত্যেকটি আমিও বিশ্বাস করি। এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবেই।
আজকাল বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য কমিউনিটির ১১ জন ব্যক্তিকে ক্রেষ্ট প্রদান করে। পদক প্রাপ্তরা হলেন এটর্নি মইন চৌধুরী, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, শাহ জে চৌধুরী, রকি আলিয়ান, নুরুল আমিন বাবু, মাসুদ রানা, বেলায়েত হোসেন ও মোহাম্মদ সাইফ উল্লাহ নাগরা। তারা পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ আমেরিকান প্রেসক্লাব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ। নৃত্য পরিবেশন করেন মাইশা ও তার সহ শিল্পী।
বৈরি আবহাওয়ার মধ্যেও আজকালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পীবৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মোর্শেদ আলম, ফকরুল আলম, নাঈমা খান, নাসির আলী খান পল, মোহাম্মদ হোসেন খান, বেবি নাজনীন, রিজিয়া পারভীন, মোহাম্মদ আলী, আলী ইমাম, নিশান রহিম, আমিন মেহেদি, মইনুল হক চৌধুরী, আকাশ রহমান, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, আনাফ আলম, সুব্রত বিশ্বাস, শাহাবুদ্দিন, কবি কাজি আতিক, আহমাদ মাযহার, সেলিম হোসেন, শিরীন বকুল, রেখা আহমেদ, অধ্যাপিকা হোসনেয়ারা, রিমি রুম্মান, এবিএম সালেহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, রাজিয়া নাজমী, ফকির ইলিয়াস, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, পারভেজ সাজ্জাদ, কাজী আজম, আবু সাইয়িদ, মোহাম্মদ আলম নমি, এএফএম জামান, গিয়াস উদ্দিন, সাইফুর রহমান খান হারুন, শাহাদত হোসেন রাজু, আব্দুর রহমান, আবু তালেব চান্দু, আব্দুর রহিম বাদশা, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, সিরাজ উদ্দীন সোহাগ, সাদেক শিবলী, শামীম আহমেদ, ফজলে রাব্বি, রেজা রশীদ, আব্দুর রশিদ বাবু, আলমগীর খান আলম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, চন্দ্রা রায়, গোপাল স্যান্নাল প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ, ফজলুর রহমান, কাজি শামসুল হক, আবু তাহের, নাজমুল আহসান, সাখাওয়াত হোসেন সেলিম, মনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সাইয়িদ, ইব্রাহিম চৌধুরী খোকন, দর্পন কবির, মিজানুর রহমান, হাসানুজ্জামান সাকি, সাহাবুদ্দিন সাগর, আদিত্য শাহিন, রাশেদ আহমেদ, শওকত ওসমান রচি, শামীম আহমেদ, সঞ্জীবন সরকার, নিহার সিদ্দিকী, মনজুরুল হক, ইমরান আনসারি, আবুল কাশেম, তোফাজ্জল লিটন, শাহ ফারুক, মশিউর রহমান মজুমদার, সাদিয়া খোন্দকার, সৌরভ আহমেদ, আব্দুল হামিদ, মোস্তফা অনিক রাজ, বেলাল আহমেদ, এমবি তুষার, রওশন হক, জলি আহমেদ, আফরোজা ইসলাম, শেলি জামান খান প্রমুখ।