নিউইয়র্ক: প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ মাইগ্রেন্টদের জন্য শীতবস্ত্র সংগ্রহ অভিযান কর্মসূচী গ্রহণ করেছে। চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে এই সংগ্রহ অভিযান চলছে। মাসব্যাপী এই অভিযান চলবে এবং পরবর্তীতে এস্টোরিয়া এলাকায় বসবাসকারী অস্বচ্ছল মাইগ্রেন্ট শিশু-কিশোর-কিশোরী, নর-নারীর মাঝে বিতরণ করা হবে। খবর ইউএনএ’র।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, কমিউনিটির সেবার পাশাপাশি আমাদের সংগঠন নিউইয়র্কের এস্টোরিয়ায় বসবাসকারী যেকোন মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর। এই সংগঠনর পক্ষ থেকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি মহামারী কভিড পরিস্থিতির সময় বিশেষ ভূমিকা রেখে মূলধারার রাজনীতিক সহ সিটি প্রশাসন এবং কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছে।
তিনি জানান, যেকোন পরিস্থিতিতেই হোক সুন্দর জীবন-যাপনের জন্য বিভিন্ন দেশ থেকে আসা মাইগ্রেন্টদের অনেকেই কষ্টে আছে। তাদের পাশে দাঁড়াতে বিশেষ করে আসছে শীতের কষ্ট থেকে রক্ষা করতেই শীতবস্ত্র সংগ্রহ অভিযান কর্মসূচী গ্রহণ করেছে।
এই কর্মসূচীর অধীনে নতুন-পুরাতন (ব্যবহার যোগ্য) জাম্পার, স্যুট, জ্যাকেট, কম্বল, ব্ল্যাককেট সহ যেকোন ধরনের কাপড় সংগ্রহ করা হবে। এজন্য সোসাইটির স্বেচ্ছাসেবীরা কাপড় সংগ্রহ করছেন এবং আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ (৩৪৭-৮৯৮-৮৩৮৩ অথবা ৯১৭-৩৬১-৯৫৫৬ অথবা ৯১৭-৬০০-২০৬৮) করেও তার কাপড় উপহার দিতে পারবেন। এই কর্মসূচী সফল করতে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও ২৯-১১ ৩৬ এভিনিউ, এস্টোরিয়া, নিউইয়র্ক ১১১০৬ ঠিকানায় কাপড় বিশেষ করে শীতের জ্যাকেট জমা দেওয়া যাবে।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র শীতবস্ত্র সংগ্রহ অভিযান
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৭ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান