সিডনির ক্যাসুলা পাওয়ার হাউস আর্ট সেন্টারে গান পোকা ব্যান্ডের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে ড: এহসানের একক সঙ্গীতানুষ্ঠান। ইমন রাগে দেশজ গান, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, হিন্দি, উর্দু ও বাংলা প্রচলিত গান পরিবেশন করা হয়েছিল এ অনুষ্ঠানে।

 অনুষ্ঠানে বাড়তি সংযোজন ছিল অর্পিতা সোম চৌধুরীর নৃত্যকলা। তাকে তবলায় সঙ্গত দিয়েছিলেন অভিজিৎ, সেতারে অজিত, বেস গিটারে খালিদ, মন্দিরায় লক্ষণ, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রহমান, কিবোর্ডে রুস্নান, ড্রামে শাওন, গিটারে সুমায়েল এবং লিড গিটারে তপন। 

 ড: এহসান ২০ বছর আগে থেকে প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়াতে এই ব্যান্ড সংগীত চর্চা করে আসছেন। তখন ব্যান্ডের নাম ছিল এইট নোটস্ সেই এইট নোটস্ পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়েছে মাচা এবং বর্তমানে সেটি আবির্ভূত হয়েছে গান পোকা নামে। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত বৈশাখী মেলার মূল আকর্ষণ ছিল এই এইট নোটস্ ব্যান্ডের গান।