উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) গ্র্যাজুয়েটদের বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১২-১৩ আগস্ট কানাডার মন্ট্রিয়লে এ মিলনা মেলা অনুষ্ঠিত হয়। জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন কাটে আড্ডা, কচি-কাঁচাদের আনন্দমেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান, আর দেশীয় খাবারের মাধ্যমে। দ্বিতীয় দিন সবাই মিলে বাইরে পার্কে ঘোরাঘুরি, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা আর মনে জমে থাকা গল্প বলার মাধ্যমে দিনটিকে আকর্ষণীয় করে তোলা হয়। বিশেষ করে দিন দুটোকে ফ্রেমে ধরে রাখতে যেন এক অলিখিত প্রতিযোগিতার হিড়িক পড়ে গিয়েছিল। পুরো বিশ্ববিদ্যালয় জীবনটাই যেন আবার নতুন সঞ্জীবনী শক্তি নিয়ে হুট করে ফিরে এসেছিল মন্ট্রিয়লের মিলন মেলায়।
এতো বছর পর এতো মানুষের সঙ্গে দেখা হওয়ার পরও কারোই যেন মনেই হয়নি মাঝখানে অনেক সময় কেটে গেছে। সবাই যেন একেবারেই কাছের, সব সময়ের চেনা জানা মানুষ, স্বজন। গ্র্যাজুয়েটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বাংলাদেশ থেকে শিক্ষকদের ভার্চুয়াল অংশগ্রহণ অনুষ্ঠানকে যেন ভিন্ন মাত্রা দেয়।