কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে আগামী ২৬ ও ২৭ আগস্টে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‌‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ। তিনি বলেন, আমাদের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এই আয়োজন।

 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, আমাদের এই আনন্দঘন মুহূর্তেকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, ফোক খ্যাত লাভলী দেব, তরুণ প্রজন্মের বালাম, মুজা, ক্রোনেজ ব্যান্ড এবং ক্যালগেরির কায়া ব্যান্ড সংগীতের দল।

প্রবাস জীবনে বাঙালিদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে বলে প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রধানমন্ত্রী ডানিয়েল স্মিথসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরাও
উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।