নিউইয়র্ক: নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা দিবস ও ‘জাতীয় শোক দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ আগস্ট সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মোঃ ইনামুল হক এম.ডি.’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশাহ, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমদ ভূইয়া প্রমুখ। আরও বক্তব্য রাখেন অধ্যাপিকা হুসনে আরা, লেখক ফাহিম রেজা নূর, মোঃ জহুরুল ইসলাম, এডভোকেট মোর্শেদা জামান, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারী, জয়নাল আবেদীন জয়, নুরে আলম জিকু, প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, ইউনুস সরকার, সৈয়দ রুহুল আলী, কাজী তোফায়েল ইসলাম, ফারুক আহমেদ লস্কর, মোঃ আক্তার হোসেন, মফিজুল ইসলাম ভুইয়া রুমি প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ সভাপতি কবি শাহীন ইবনে দিলোওয়ার। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মঈন উদ্দিন। জাতির পিতা ও বঙ্গমাতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে স্বাভাবিকভাবেই চলে আসে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কথা। বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্ম এবং দেশ ও জাতিগঠনে তাঁর অসমান্য অবদানের নানা দিক তুলে ধরে বলেন, জাতির পিতার দীর্ঘ গৌরবময় সংগ্রামে, সকল সঙ্কটে অকুতোভয়, নির্ভিক সহযাত্রী ছিলেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। সঙ্কটময় রাজনৈতিক জীবন ও ঝুঁকিপূর্ণ কাজেও তিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে শক্তি যুগিয়েছেন। বঙ্গমাতার জীবনাদর্শ ও মুল্যবোধ সকল নারীর অনুকরণীয় আদর্শ।
জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত স্মৃতিচারণমূলক বক্তব্য থেকে নানা উদ্বৃতি তুলে ধরেন বক্তারা। কীভাবে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা দলীয় কর্মকান্ড সচল রাখতে ভূমিকা রেখেছেন, কীভাবে অবলীলায় দলীয় কর্মী এবং দলের প্রয়োজনে তাঁর সঞ্চিত অর্থ ব্যয় করেছেন; ৬ দফা, ৭ মার্চের কালজয়ী ভাষণসহ বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গবন্ধুকে অটল থাকতে কীভাবে বঙ্গমাতা সাহস যুগিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেও হাসিমূখে কীভাবে সংসার আগলে রেখেছেন, ক্ষমতার মোহ ত্যাগ করে কিভাবে নির্লোভ ও সাধাসিধে জীবন যাপন করেছেন তার নানা দিক উঠে আসে আলোচকদের বক্তব্যে।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা দিবস ও ‘জাতীয় শোক দিবস’ পালন
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৪ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান