জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ শোক সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার সভাপতি নূরে জামাল খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পবিারের সদস্যদরে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত পলাতক আসামিদের খুঁজে বের করে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানান।
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বিজয়, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা, সদস্য নাজমা আক্তার, কাতালোনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান খান কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল, নাসির সর্দার, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আজাদ, প্রচার সম্পাদক রুবেল হোসেন, কাতালোনিয়া যুবলীগের সভাপতি মো. ছালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর, বন্ধুসুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার প্রমূখ।
সভাশেষে উপস্থিতিদের মাঝে তবারক পরিবেশন করা হয়।