জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে যুক্তরাজ্য থেকে আগত জালালাবাদ এসোসিয়েশনের ইউকের উপদেষ্টা পাশা খন্দকার এম বি ই ও সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৬ই আগস্ট রবিবার জ্যাকসন হাইটসের মামা’স পাটি হলে এতে অংশগ্রহণ করেন সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অন্যান্য এলাকার বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশীরা। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ইনক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সংগঠনের সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টীর অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, এন আর বি গ্লোবালের সভাপতি সেকিল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, সাবেক উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া করেন সংগঠনের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী। এ সময়ের শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, প্রফেসর আমিনুল হক চুন্নু, কমিউনিটি এক্টিভেস্ট আসান আলী, ইফজাল আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভেস্ট মিজানুর রহমান মিজান, জুনেদ আহমেদ, সাইদুর রব, মৌলভীবাজার ডিস্টিক সোসাইটি সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, বিশিষ্ট ব্যাংকের আজাদ উদ্দিন, সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী, সাব্বির হোসেন, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাঈদ আহমেদ, সাইফুর খান হারুন, নাইম আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ, রেজাউল আলম অপু, এবাদুর রহমান, বাংলাদেশ সোসাইটির গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, হাসান আহমেদ, আব্দুল আজিজ, নর্থ ব্রাঞ্চের বিশিষ্ট মুরুব্বী আব্দুল খালেক, মোস্তফা কামাল, ফুটবলার হেলাল উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সহ সভাপতি আশফাকুল হক চৌধুরী, ওসমানীনগর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বশির উদ্দিন ও মোঃ শফিকুল ইসলাম শফি প্রমুখ।
সভা যুক্তরাজ্য থেকে আগত অতিথিরা তাদের বক্তব্যে দেশ ও প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণে বহির্বিশ্বের সকল সংগঠনগুলোকে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত অতিথি সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম সকল জানালাবাদবাসী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আবেদন করেন।
এ সময় আমন্ত্রিত দুই অতিথির হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দ।