জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সংবর্ধনা অনুষ্ঠান করতে দেয়নি ওমান পুলিশ। বাংলাদেশি নারী এমপিকে মুচলেকার পর ছেড়ে দেওয়া হয়েছে, এমন তথ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বুধবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ওমানে কোনো বাংলাদেশি এমপি আটক হওয়ার কথা তিনি জানেন না। সরকারিভাবে কোনো নারী এমপিকে সেখানে পাঠানোও হয়নি।

 

 

খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি ব্যক্তিগত সফরে ওমানে রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খাদিজাতুল আনোয়ার সনিকে সংবর্ধনা জানাতে গতকাল মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউস হোটেলে স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা জড়ো হন।

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। ওমানে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি নেই। অনুমতি ছাড়া সংবর্ধনা অনুষ্ঠান ও জমায়েত করায় আয়োজক ও উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

 

ওমান থেকে পাওয়া খবরে জানা গেছে, সংসদ সদস্য সনি ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেন।

তারা ওমান পুলিশকে বোঝাতে সক্ষম হয় যে মূলত তিনি ব্যক্তিগত সফরে ওমানে গেছেন। কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করার জন্য নয়।

 

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় সনিকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। অনিবার্য কারণ দেখিয়ে সেটিও স্থগিত করা হয়। সংসদ সদস্য সনির কাল বৃহস্পতিবার ওমানের সালালাহ যাওয়ার কথা রয়েছে।

তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।