নিউইয়র্ক: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক’র বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২৩। গত ১৫ই জুলাই শনিবার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের মনোরম ও নান্দনিক পরিবেশে আয়োজিত এই বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এদিন সকালে পার্কে পৌছানোর পর আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি সুলেমান মজুমদার, সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন, বনভোজন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী বদরুল হক আজাদ ও আহ্বায়ক মো: নাছির উদ্দিন মিয়াজী। এসময় উপস্থিত সকলকে সুস্বাদু নাস্তা পরিবেশন করা হয়।
এর পরই সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর তাহের মজুমদার, মো: ইকবাল হোসেন, নাছির উদ্দিন মিয়াজীর পরিচালনায় শিশু-কিশোর-কিশোরিদের দৌড় প্রতিযোগিতা এবং পুরুষদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। অন্যদিকে মহিলা সম্পাদিকা শাহানারা মজুমদার ও আফরোজ বেগমের পরিচালনায় শুরু হয় মহিলাদের হাড়ি ভাঙ্গা ও বালিশ খেলা।
এর মাঝে অনেকে যোগ দেন জম্মেশ আড্ডায়। শৈশব থেকে কৈশর ও কৈশর থেকে যৌবনের সেই পুরানো স্মৃতি রোমন্থনে জড়িয়ে পড়েন বনভোজনে আগত বরুড়া প্রবাসীরা। সে এক অন্য রকম অনুভূতি।
দুপুরে অতিথিদের পরিবেশন করা হয় গোল্ডেন প্যালেস পার্টি হল ক্যাটারিং থেকে আনা সুস্বাদু খাবার। এছাড়াও আয়োজনে ছিল ঝালমুড়ি, গরম চা এবং বরুড়ার ঐতিহ্যবাহী পান।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র্যাফেল ড্র। শেষে খেলা-ধুলা এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।
পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন সুলেমান মজুমদার এবং পরিচালনায় ছিলেন বনভোজন উদ্যাপন কমিটির প্রধান সম্বনয়কারী মো: বদরুল হক আজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বরুড়ার সন্তান এডিশনাল ডিআইজি গিয়াস উদ্দিম আহমেদ মানিক, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ’র উপদেষ্টা সৈয়দ রফিউল হক চেয়ারম্যান, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বরুড়ার সন্তান আব্দুল মান্নান, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আল আমিন, বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ’র উপদেষ্টা মফিজ তালুকদার, সহ সভাপতি মনসুর আলী মিন্টু, নুরুল ইসলাম, সৈয়দ আবু বকর, তাহের মজুমদার, শওকত পাটোয়ারী, নাছিম সাত্তার লিটন, গোলাম মাজেদ, নাজিবুল হক, আজিজুর রহমান মজুমদার, ইব্রাহীম খলিল তপন, বিপ্লব হাসান সিদ্দিকী, আব্দুর রশীদ ভুইয়া, ইসমাইল হোসেন, মো: শাহিন, রাশেদ খান মেনন, তাসলিমা পাটোয়ারী, মোহাম্মদ আরিয়ান হোসাইন, সেলিনা আক্তার প্রমুখ।
অতিথিরা বক্তব্যে আনন্দময় বনভোজনের আয়োজনের জন্য বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ’র প্রশংসা করে বলেন, এধরনের নির্মল আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভূমিকে ভালোবাসতে শিখবে। সংগঠনটি কমিউনিটির কল্যাণে, শৈল্পিক মননে বিভিন্ন সৃজনশীল সামাজিক কর্মে বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি সুলেমান মজুমদার সকলকে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।
নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ’র বর্ণাঢ্য বনভোজন
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৬ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান