নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে লোকসংগীত উৎসব। ফিরে চলো মাটির টানে’ স্লোগানকে সামনে রেখে ৮ জুলাই শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হয় ‘লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৩’।

 

বাঙ্গালীর আত্মপরিচয় ও শেকড় সন্ধানে জেগে থাকা লোকসংগীত উৎসবের আয়োজন করে বেঙ্গলী ক্লাব ইউএসএ। দুুপুর ১২ থেকে মধ্যরাত অবধি বিরামহীনভাবে চলে এই উৎসব। সংগীত পরিবেশন করেন পবন দাস বাউল, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রানো নেওয়াজ, অনিক রাজ, সুশীল সিনহা, মিলন কুমার ও মোহর খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুই বাংলার জনপ্রিয়ক লোকসঙ্গীত শিল্পী পবন দাস বাউল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, লোক সংগীত উৎসব কমিটির আহবায়ক দীপক দাস, উপদেষ্টা শিতাংসু গুহ ও প্রধান সমন্বয়কারী দীনেশ চন্দ্র মজুমদার। লোকসংগীত উৎসব পরিচালনা করেন সদস্য সচিব শিবলী ছাদেক।
লোকসংগীত উৎসবের প্রধান অতিথি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ ফোবানার সভায় টরেন্টাতে থাকার কারনে অনুষ্ঠানে থাকতে পারেন নি।