নিউইয়র্ক: নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী ২০২৩। গত ২ জুলাই রোববার নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সদস্য ও তাদের স্বজনরা ছাড়াও বিভিন্ন স্টেট থেকে অনেকে স্ব-পরিবার অংশ নেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দও যোগদান করেন এ আয়োজনে। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। পার্কটি পরিণত হয় একখন্ড ফেঞ্চুগঞ্জে। 
দিনের শুরুতে নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী সব খাবার। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র। দুপুরের খাবার শেষে মহিলাদের মিউজিক্যাল বালিশ নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে খেলাধুলা পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়াসহ স্থানীয় শিল্পীরা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন শিল্পীদেও অনবদ্য পরিবেশনা।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ সভাপতি মো: শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুসেন আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, গোলাম মোহাম্মদ টেপন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, সংগঠনের সাবেক সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লকু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, সিএমজি হোম লোনের জাহাঙ্গরি কাজী, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, কবির খান, টিপু সুলতান প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেহানুজ্জামান, আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের, মহমুদুর রহমান, কোষাধ্যক্ষ দেলওয়ার হুসেন হেলাল, সহ-কোষাধ্যক্ষ ইসকন্দর আলি মিটু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর হুসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক নুরুজ্জামান লিপন, মহিলা সম্পাদিকা জুবেদা বেগম রোজি, দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন খান মোহন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ সাবু, ক্রীড়া সম্পাদক ডালিম আহমদ, ধর্ম সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সাদস্যিক সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সদস্য সাহিদ আলী, সেবুল মিয়া, রেজাউল ইসলাম সেলিম, রানা মিয়া, বুরহান উদ্দীন, গোলাম মোঃ চৌধুরী লক্ষণ।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যার কিছু আগে বনভোজনের কার্যক্রম শেষ হয়।
র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিল স্বর্ণের চেইন, ২য় পুরস্কার ৬৫ ইঞ্চি টিভি এবং ৩য় পুরস্কার আইপ্যাড।
অতিথি ও সদস্যরা সুন্দর উপভোগ্য একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হোসেন আহমেদ বনভোজন ও ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্পন্সর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।