নিউইয়র্ক: ঢালিউড এওয়ার্ড আগামী ২৫ জুন নিউইয়র্ক ও ১ জুলাই ভারজেনিয়ায় অনুষ্ঠিত হবে। গত বোববার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এ ঘোষণা দেন। এ সময় ভারজেনিয়া ও ওয়াশিংটনস্থ এই ঢালিউড এওয়ার্ডের হোস্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারজেনিয়া ঢালিউডের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, বাইটপো, লাভ শেয়ার বিডি ও ৭১ ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবির পাটোয়ারি, পারভিন পাটোয়ারি, অমিত হাসান, সারোয়ার মিয়, সৈয়দ বাবু, হাসান চৌধুরী, শামসুদ্দিন মাহবুব, মামুন মোতালেব ও মনির হোসেন।