NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

অ্যাশেজের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন আর্চার


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:০০ এএম

অ্যাশেজের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক: কনুইয়ের পুরনো চোট মাথাচাড়া দেওয়ায় ফের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জোফ্রা আর্চার। আসছে অ্যাশেজ সিরিজ তো বটেই, পুরো ইংলিশ গ্রীষ্মেই আর মাঠে নামতে পারবেন না এই ফাস্ট বোলার।

অ্যাশেজের আগে আগামী ১ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এই ম্যাচের জন্য মঙ্গলবার (১৬ মে) ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি আর্চারকে। সেখানেই তার ছিটকে পড়ার কথা জানায় ইসিবি। অনেক দিন ধরেই কনুইয়ের চোট ও পিঠের সমস্যায় ভুগছেন আর্চার। সেরে উঠে মাঝে জাতীয় দলেও ফিরেছিলেন তিনি। তবে সেটা সীমিত ওভারের ক্রিকেটে। আর্চার সবশেষ টেস্ট খেলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

চলতি আইপিএলেও খেলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচে গতিময় বোলিং করলেও প্রত‍্যাশা মেটাতে পারেননি তিনি। ওভারপ্রতি ৯.৫০ রান দিয়ে উইকেট নিতে পেরেছেন কেবল দুইটি। আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচেই মাঠে নামেন আর্চার। এরপরই কনুইয়ে অস্বস্তিবোধ করেন তিনি। পরে বিশেষজ্ঞ দেখাতে তাকে বেলজিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরে আবারও আইপিএলে খেলেন তিনি। ফের কনুইয়ের সমস‍্যা বাড়লে দেশে ফিরে যান আর্চার। ইসিবি তখন জানায়, পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিতে তাকে ভারত থেকে ডেকে পাঠানো হয় দেশে। এবার এলো দীর্ঘ দিনের জন্য ছিটকে পড়ার খবর।

 

আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে আর্চারকে পাবে না ইংল্যান্ড। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে এই পেসারকে পাওয়ার আশায় দলটি।

আর্চারের মানসিক অবস্থা বুঝতে পারছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। তিনি জানান, জোফ্রা আর্চারের জন্য সময়টা হতাশাজনক এবং বিরক্তিকর। লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে রাখা কনুইয়ের চোট মাথাচাড়া দেওয়া না পর্যন্ত সে ভালো উন্নতি করছিল। তার সেরে ওঠা কামনা করছি। আমি নিশ্চিত, যে সংস্করণেই হোক জফ্রা তার সেরা অবস্থায় ফিরবে এবং ইংল্যান্ডকে ম্যাচ জেতাবে। আশা করি, সেটা খুব শিগগিরই।