NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

তৃণমূলের সংসদ সদস্যের প্রশ্ন ‘রাশিয়ার তেল বিপুল দামে বেচছে ভারতের দুই সংস্থা?’


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ১২:৩৯ পিএম

তৃণমূলের সংসদ সদস্যের প্রশ্ন ‘রাশিয়ার তেল বিপুল দামে বেচছে ভারতের দুই সংস্থা?’

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া থেকে ভারতে তেল এনে শোধন করে গুজরাটের দুই সংস্থা কি তা বিপুল দামে ইউরোপে বিক্রি করছে? প্রশ্ন তৃণমূলের সংসদ সদস্য জহর সরকারের।

রাশিয়া থেকেই ভারত এখন সবচেয়ে বেশি তেল আমদানি করে। ইরাক ও সৌদি আরব পেছনে পড়ে গেছে। আর আট দিন আগে সংবাদমাধ্যম ইটি নাও জানাচ্ছে, ভারত এখন ইউরোপে সবচেয়ে বেশি পরিমাণে পরিশোধিত তেল রপ্তানি করে। সৌদি আরবকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। বিশ্লেষক সংস্থা কেপলারের রিপোর্ট বলছে, ভারত দিনে তিন লাখ ৬০ হাজার ব্যারেল পরিশোধিত তেল ইউরোপে রপ্তানি করছে।

 

এটা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নিঃসন্দেহে ভালো খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে তারা ভারত থেকে দিনে এক লাখ ৫৪ হাজার ব্যারেল পরিশোধিত তেল নিত। সেই পরিমাণ এবার দুই লাখ ব্যারেল বেড়ে গেছে। নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে সরাসরি তেল কেনা নিয়ে ইইউর দেশগুলো অসুবিধায় পড়েছে। ভারত থেকে বাড়তি তেল পাওয়ায় তাদের অসুবিধা অনেকটাই দূর হবে।

 

কিন্তু ভারতে এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাজ্যসভার সংসদ সদস্য ও সাবেক আইএএস কর্মকর্তা জহর সরকার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে বলেছেন, ‘দ্য ওয়্যারে গত ৪ মে প্রকাশিত খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি রহস্যময় সংস্থা প্রচুর পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করছে বলে খবর পাওয়া গেছে। এফটি ডটকম বলেছে, মুম্বাইয়ের গ্যাটিক শিপ ম্যানেজমেন্ট কম্পানি গত বছর ৫৪টি তেলের ট্যাংকার কেনে। রাশিয়া থেকে যে আট হাজার ৩০০ লাখ ব্যারেল তেল ভারতে এসেছে, তার অর্ধেকই এনেছে এই সংস্থা।’

জহর সরকার চিঠিতে লিখেছেন, ‘এক বছরের মধ্যে কী করে এই সংস্থার বাণিজ্য রকেটের গতিতে বাড়ল, তা এক রহস্য।’ তিনি দাবি করেন, ‘ভারত ও রাশিয়াকে কেন্দ্র করে এই বিপুল অপারেশন সরকারি সাহায্য ও পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়।’

জহর সরকার লিখেছেন, ‘এ বিষয়ে আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি। সেই সঙ্গে অপেক্ষা করছি, সরকার এই রহস্যময় সুবিধাপ্রাপ্তের পরিচয় কবে জানায়, তার জন্য।’

সোমবারই ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলছে, ২০২২ সালের মার্চ থেকে ৬১টি তেলের পুরনো ট্যাংকার কেনে গ্যাটিক শিপ ম্যানেজমেন্ট কম্পানি। লন্ডনের মেরিটাইম মার্কেট ইনটেলিজেন্স ফার্ম ভেসেলস ভ্যালুর কাছ থেকে পাওয়া তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে তারা এই ট্যাংকার কিনছে।

জহর সরকার পেট্রোলিয়ামমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে আরেকটা বিষয় জানতে চেয়েছেন। তিনি জয়শঙ্করকে লিখেছেন, ‘অভিযোগ হলো, গুজরাটভিত্তিক দুটি শোধনাগার রাশিয়া থেকে তেল কিনে শোধন করে তা বিশাল দামে বিক্রি করে বিপুল লাভ করছে।’

সংসদ সদস্য লিখেছেন, ‘এক মাস হয়ে গেল, পেট্রোলিয়াম মন্ত্রণালয় এই প্রশ্নের জবাব দেয়নি, কারা এই ব্যবসায়ী-শিল্পপতি, যারা রাশিয়ার তেল বিক্রি করে লাভবান হচ্ছে? আপনি তো ক্ষুরধার জবাব ও প্রতিক্রিয়া দেওয়ার জন্য বিখ্যাত। আশা করি আমার প্রশ্নের জবাব দেবেন।’

সূত্র : ডয়চে ভেলে