NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৯ এএম

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে

ঢাকা: গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গত জুনে বেড়েছে ২২.৭৮ শতাংশ। গত আগস্টে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ বেড়েছে। গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবন যাত্রায় নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এবার বিদ্যুতের দাম বাড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।

দাম বাড়ানোর প্রস্তাবের ওপর আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানির  আয়োজন করেছে বিইআরসি। গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়। একই মাসে গ্রাহক পর্যায়ে ২০ থেকে ২৩ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয় ছয় বিতরণকারী কম্পানি।

বিইআরসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গতকাল বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বেই, তবে সেটি যৌক্তিক পর্যায়ে থাকবে। তা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছি।’ যদিও গণশুনানিতেই দাম বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।

জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে সব ধরনের পণ্যের দাম আরেক দফা বেড়ে যেতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিচ্ছে। সেখানে আইএমএফ ভর্তুকি সংস্কারের জন্য বলেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকার সবচেয়ে বেশি ভর্তুকি দেয়। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি বলেন, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখা ও গ্রাহকের কথা বিবেচনা করা হবে। সরকার ভর্তুকি থেকে বের হয়ে আসতে চাইছে বলেও জানান তিনি।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম গতকাল বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়লেও বর্তমান পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ শতাংশের বেশি বাড়ানো উচিত হবে না। লাইফ লাইন (৫০ ইউনিট পর্যন্ত) বা কম ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের দাম বৃদ্ধির বাইরে রাখতে হবে। তা না হলে এসব গ্রাহকের ওপর চাপ আরো বেড়ে যাবে।’  তিনি বলেন, ‘এতে কৃষি উৎপাদনে অবশ্যই ব্যয় বাড়বে। তাই সেচের সময় ভর্তুকির ব্যবস্থা রাখতে হবে। যেমন—জেলা প্রশাসকদের মাধ্যমে সেচ মালিকদের তালিকা করে অতিরিক্ত বিদ্যুৎ খরচ ভর্তুকি হিসেবে দিতে হবে, যাতে তাঁরা পানির মূল্য না বাড়ান। এতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি উৎপাদনে পড়বে না।’

ম. তামিম বলেন, ‘১০ শতাংশ বিদ্যুতের দাম বাড়ালে শিল্পে পণ্য উৎপাদনে তেমন প্রভাব পড়ার কথা না। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন। যার কারণে সরকারকে তদারকি জোরদার করতে হবে।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল ১০৩.৭৭ শতাংশ। গ্রাহক পর্যায়ে সর্বশেষ দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সে সময় বাড়ানো হয় ৫.৭৭ শতাংশ।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কাওসার আমীর আলী গতকাল বলেন, ‘যে হারে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে, সেই হারেই যাতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তা না হলে বিতরণ কম্পানিগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। পাইকারি বিদ্যুতের দাম বাড়ায় ডিসেম্বরে ডেসকোর ৮০ কোটি টাকা লোকসান হয়েছে।’

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য মতে, বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপিডিবির দিন দিন লোকসান বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে তাদের লোকসান ছিল ১১ হাজার ৫০৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে আর্থিক ক্ষতি ৩১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। যার কারণে পাইকারি পর্যায়ে গত ২১ নভেম্বর বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়। নতুন এ দাম গত ডিসেম্বর থেকে কার্যকর হয়।