NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

চীনে গ্যাসের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৯:৩৫ এএম

চীনে গ্যাসের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: রুশ জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে। গত বুধবার কম্পানিটি দৈনিক সরবরাহের নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার গ্যাজপ্রমের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানানো হয়।

গ্যাজপ্রম চীনের অনুরোধে ডিসেম্বরের জন্য আগের পরিকল্পনার তুলনায় রপ্তানি বাড়িয়েছে।

 

এতে দৈনিক চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা ১৬ দশমিক ১ শতাংশ অতিক্রম করেছে বলে জানিয়েছে কম্পানিটি।

 

রাশিয়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে পূর্বাঞ্চলীয় রুটের অংশ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনকে গ্যাস সরবরাহ করে থাকে।

প্রতিবেদন অনুসারে, চীনা নির্মাণ কম্পানি পাইপচায়না দুই দেশের মধ্যে পূর্বাঞ্চলীয় রুটের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের একটি মূল অংশের সমাপ্তির কথা জানানোর এক দিন পর এই ঘোষণা এলো। এর মাধ্যমে রাশিয়া থেকে চীনের পূর্বাঞ্চলে অর্থনৈতিকভাবে শক্তিশালী সাংহাইতে গ্যাস পরিবহনের সুযোগ তৈরি হবে।

এই গ্যাস পাইপলাইনটি ২০১৯ সালের ডিসেম্বরে আংশিকভাবে চালু করা হয়েছিল। পরে এটি চীনে রাশিয়ার গ্যাস সরবরাহ করার জন্য প্রথম পাইপলাইন হয়ে ওঠে। এতে রাশিয়ার সাইবেরিয়া পাইপলাইনের তিন হাজার কিলোমিটার দীর্ঘ অংশ যুক্ত রয়েছে এবং চীনের দিকে পাঁচ হাজার ১১১ কিলোমিটার প্রসারিত।

মেগা পাইপলাইনটি ২০২৪ সাল থেকে চীনকে বার্ষিক ৩৮ বিলিয়ন ঘনমিটার রাশিয়ান প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এটি ২০১৪ সালের মে মাসে রাশিয়ার গ্যাজপ্রম এবং চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের চুক্তির অংশ। চুক্তিটির মোট ব্যয় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : আরটি