NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিলের দাবি ইউরোপে


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ১০:২৭ পিএম

>
রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিলের দাবি ইউরোপে

ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দাবি করেছে, সেসব শিথিলের দাবি তুলেছে জোটের প্রভাবশালী সদস্যরা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

এফটির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও পর্তুগালের পক্ষ থেকে শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদরদপ্তরে একটি স্বারকলিপি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইউরোপজুড়ে খাদ্যশস্য ও সারের ব্যাপক সংকট শুরু হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার জেরে সরবরাহ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়াই এই সংকটের মূল।’

ইউরোপে বর্তমান খাদ্য সংকট এবং জ্বালানি ও সারের মতো কৃষিপণ্যের দামের উল্লম্ফণ সত্ত্বেও রাশিয়ার প্রসেঙ্গে ইইউ’র কঠোর নীতি ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আমরা দ্রুত রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিল দেখতে চাই। কারণ, ইতোমধ্যে এই সংকটের কারণে ইউরোপে অসন্তোষ দানা বাঁধছে। যদি সরবরাহ ব্যবস্থা ঠিক না হয়ে, সেক্ষেত্রে পরিস্থিতি আরও বাজে পরিণতির দিকে যাবে।’

‘ইউরোপের বিভিন্ন বন্দরে রাশিয়ার শস্য ও সারের চালান পড়ে আছে। নিষেধাজ্ঞা থাকার কারণে বন্দর কর্তৃপক্ষ সেসব গ্রহণ করতে পারছে না।’

‘আমাদের দাবি— সার ও খাদ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা হোক; আর এজন্য যদি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হয়, তবে তা ই করা হোক।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার সঞ্চিত রিজার্ভ জব্দ ও আমদানি-রপ্তানি বন্ধ সংক্রান্ত একরাশ বিধিনিষেধ রয়েছে।