আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী মানবপাচার চক্রের মূল হোতাকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মানবপাচারকারী চক্রের মূল হোতাকে আটক করা হয়েছে। আটক আসামি ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়াতে পাঠাতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর পরিবারকে সেই নির্যাতনের ভিডিও দেখিয়ে হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন।