NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

২৫ জুন লন্ডনের আকলু প্লাজায় বৈশাখী মেলা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩১ এএম

>
২৫ জুন লন্ডনের আকলু প্লাজায় বৈশাখী মেলা

নেক্সট স্টেইজ ইভেন্ট লন্ডনে নিয়ে আসছে তাদের প্রথম আয়োজন বৈশাখী মেলা। ২৫ জুন শনিবার মেলা অনুষ্ঠিত হবে রমফোর্ডের আকলু প্লাজায়। এ উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবে ৩১ মে মংগলবারে নেক্সট স্টেইজ ইভেন্ট এক সংবাদ সম্মেলন করে । সংস্থার ফাউন্ডার আবদুল্লাহ মাহমুদ কথা বলেন মেলার আয়োজন নিয়ে। তিনি বলেন, নেক্সট স্টেজ ইভেন্ট বিশ্বাস করে, ২৫ জুনের বৈশাখী মেলার এই আয়োজনটি কমিউনিটির অন্যতম বৃহৎ ইভেন্ট হিসেবেই গণ্য হবে। কেননা মেলা আয়োজনের নেপথ্যে রয়েছেন একদল উদ্যমী মেধাবী তরুণ, যারা মেলাকে সুচারুভাবে সম্পন্ন করতে গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা।

সংবাদ সম্মেলনে আকলু প্লাজার কর্ণধার আকলু মিয়া বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতেই তারা এমন আয়োজনের পাশে থাকছেন। নেক্সট ষ্টেইজ ইভেন্টসের মার্কেটিং হেড নামকরা ভ্লগার শাহনাজ শিমুল বলছিলেন মেলার আকর্ষন নিয়ে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরা। বাঙালির সংস্কৃতি প্রাণের রঙে রাঙানো। মেলার আগাগোড়া সেই রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। মেলায় এক্সক্লুসিভ ফ্যাশন, বাংলাদেশী হস্ত ও কারুশিল্পের প্রদর্শনীর পাশাপাশি থাকবে বৃহৎ আকারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও প্রদর্শন। মেলার স্টলগুলোতে মিলবে বাংলার চেনা পোশাক, রঙ বেরঙের কারুপণ্য। থাকবে গরম গরম খাবারের সমারোহ।

সংবাদ সম্মেলনে আরো কথা বলেন নেক্সট স্টেইজ ইভেন্টস এডমিন ক্যামেলিয়া মাহজাবিন। মেলায় ষ্টল বুকিংয়ের জন্য নেক্সট স্টেইজ ইভেন্টসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।

গত দুই বছরে করোনা মহামারির বিধিনিষেধের কঠিন সময় অতিক্রম করে আবার আমরা নিত্য স্বাভাবিকতায় ফিরে এসেছি। আমাদের জীবনে যেমন রঙ ফিরেছে তেমনি ফিরে এসেছে প্রাণের সব উৎসব । আমরা জানি, আবহমান বাংলার সবচেয়ে বড় উৎসবটির নাম হচ্ছে বৈশাখী মেলা। বিশ্বের যেখানে বাঙালিরা গেছেন তাঁরা সঙ্গে করে নিয়ে গেছেন এই উৎসবটি।

২৫ জুন, শনিবার বেলা ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলা উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফারহানা সারওয়ার, মুশরাত রহমান, ক্যামেলিয়া জাহান, , উজ্জ্বল আফজাল মিল্কি ও নীলাঞ্জন দাশ।