NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

শেবাচিম বার্ষিক বনভোজন ২০২২ উদযাপিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৪ এএম

শেবাচিম বার্ষিক বনভোজন ২০২২ উদযাপিত

শেবাচিম এলামনাই এসেসিয়েশন অব নর্থ বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠীত হয় গত ৮ অক্টোবর, ২০২২  শনিবার নিউইয়রকের  বেথপেজ স্টেট পার্ক  এ। এ যেন ছিল শের -ই- বাংলা মেডিকেল কলেজের ক্যামপাস জীবনে একদিনের জন্যে ফিরে যাওয়া। শেরে বাংলা মেডিকেলের শতাধিকের বেশী ছাএছাএী এবং তাদের পরিবার পরিজনদের মুখরিত পদচারনায়  বেথপেজ ষ্টেট পার্ক  এর  বলু বার্ড প্যাভিলিওন  যেন ভরে উঠেছিল কৈশোরের প্রান চনচলতায়!  অটম কুকআউট  অথবা  হেমন্তের চডুইভাতি  থিমে আয়োজিত বনভোজন পরানপূরনতা পেয়েছে রাঁধুনি “ রনি “ এর মুখরোচক রান্নার এবং ক্যামপাসের আবেগঘন ও সমৃতিপূরন নামে নাম করন করা বলু বার্ড প্যাভিলিয়নে এর বিভিন্ন করনার এ। আমেরিকার  হেমন্তের রঙ্গীন প্রকৃতির মাধুর্যে, এ দিনটি যেন ছিল শৈশবের মুখরিত চডুইভাতির একটি দিন!


         “ নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে /
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে
                রাধুনিদ্র শখের রাঁধার পড়ে গেছে ধুম
বৈশাখ মাসের এই দুপুরে নাই তো কারো ঘুম ।”

ঠিক তাই, অক্টোবর মাসের এই দুপুরে, বেথপেজ পার্কে চডুইভাতির আয়োজনে যেন মেতে উঠেছিল সবাই শৈশব ও কৈশরের কলতানে। রান্নার আগে অনেককেই দেখা গেল আগুনের তাপে হাত শেখছেন, যেন বাংলাদেশের হাড কাঁপানো শীতে খড় জালিয়ে, গোল হয়ে বসে আগুন পোহানো।“ সা - রে- গা- মা- পা “ এবং “ ATN বাংলা মিউজিক” বিজয়ী, দরাজ গলার গায়ক “ আফজাল “ মুগ্ধ করে রেখেছেন সকলকেই তার সুরের মায়ায়। শেষ রনির অতি সুস্বাদু হরেক রকম কাবাব আর খাসির মাংস, খিচুরি এবং গুরের পায়েষ- যেন ছোটবেলার শীতের বনভোজনের আমেজে ভরা ছিল।

চিএাংকন পরতিযোগিতায়,বাচ্চাদের ব্যাপক আগ্রহ এবং সত্বঃস্ফূর্ত অংশগরহনে, তৈরী হয়েছে ক্ষুদ্ শিল্পীদের করা চমৎকার কিছু চিএকরম। পরায় ১৫ জন শিশুশিল্পীদেরআঁকা সবগুলো চিএকরমই পিকনিক অকশন এ বিক্রি হয়ে যায়, যা পুরস্কারের সাথে সাথে সকল অংশগরহনকারীদের জন্যে ছিল একটি বিরাট চমক। চানচল্যকর মুহূরতের সাথে অতিবাহিত হয় জনপরিয় গানের সাথে মেয়েদের পিলো পাসিং। তিন রকম বয়সের বিভাগে শিশুদের দৌড় পরতিযোগিতা এবং প্রাপ্ত বয়ষক পুরুষদের দৌড় ও হাঁটা প্রতিযোগিতাও ছিল ভীষন আননদময়।


 

অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়নের পর, বিভিন্ন পরতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরষ্কার বিতরন করা হয়।রেফেল ড্র এর প্রথম পাঁচজন বিজয়ীদের জন্যও ছিল আকরষনীয় পুরষ্কার। শেবাচিম এর প্রাক্তন ছাএছাএীদের কৃতিত্বের জন্যে, তাদের মাঝে বিতরন করা হয় সম্মানজনক “ এস. বি. এম. সি. পরাইড “ এ্যাওয়ারড।

পিকনিকের ভীষন আবেগঘন আয়োজন ছিল, “ এস. বি. এম. সি, ফটোবুথ করনার “, যেখানে ছিল ক্যামপাস এবং মেডিক্যাল জীবনের বিভিন্ন সমৃতি পূর্ন পল্যাকারড।“ সমৃতিতে এস.বি. এম. সি. “ করনারে প্রাক্তন ছাএছাএী মেমোরী নোট রেখে যান ক্যামপাসের সমৃতিময় মূহুর্তের। বাংলাদেশ থেকে রেকর্ড করা গান ও কবিতা পাঠিয়ে আমাদের মাঝে ছিলেন ক্যামপাসের জনপরিয় সাংস্কৃতিক কর্মীরা।

সর্বশেষে এলামনাই এসেসিয়েশনের প্রেসিডন্ট ডাঃ আজমল ইউসুফ এবং সাধারন সম্পাদক ডাঃ শাহ নাজমুল আলম বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানে আমাদের মাঝে আরো উপসথিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত প্রাক্তন এস. বি. এম. সি. খান - গাইনী অনকোলজিষট ডাঃ শাহনাজ পারভীন। এই পিকনিক আয়োজন এবং সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন সাংগঠনিক সম্পাদক ডাঃ আনন্দ কুমার মালো, টরেজারার ডাঃ শাহেদ হাসনাইন বকুল, ইয়ং ফিজিশিয়ান সেকরেটারি ডাঃ আনোয়ার হোসেন এবং কালচারাল ও সায়েনটিফিক সেকরেটারি ডাঃ হাফসা সিদ্দিক ইমাম। সার্বিক সহযোগিতা করেন সংগঠনের পরেসিডেনট ডাঃ আজমল ইউসুফ মুকুল, ডাঃ নূরুল শামসুননাহার, ডাঃ দেওয়ান মোহাম্মদ হক রানা, ডাঃ শাহীনা নাজনীন হক, ডাঃ হামীম ইবনেসিন কাওছার, ডাঃ মোহাম্মদ হোসেন মনজু, ডাঃ খন্দকার জাকির হোসেন, ডাঃ আহমেদ দেওয়ান জুবায়ের, ডাঃ হাসিনা খান এবং ডাঃ তারিকুল ইসমাইল।