NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

৯৮ মিনিটে ভিনিসিয়ুসের গোলে নাটকীয় জয় ব্রাজিলের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

৯৮ মিনিটে ভিনিসিয়ুসের গোলে নাটকীয় জয় ব্রাজিলের

শেষ বাঁশি তখন প্রায় বাজবে বাজবে অবস্থা। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ড্র করে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার পথে ছিল ব্রাজিল। এমন সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

 

১৩ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট এখন সেলেসাওদের। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে।

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে জয় ছিল না ব্রাজিলের। ছিল একটি হার এবং এক ড্র। অবশেষে খরা কাটলো নাটকীয় জয়ে।

 

ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। কলম্বিয়ার ১০ শটের বিপরীতে তারা নেয় ১৭ শট। ব্রাজিলের ৭টি ছিল লক্ষ্যে, কলম্বিয়ার ৩টি।

ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিট থেকেই গতিময় ও পাসিং ফুটবলে উপহার দেয় দরিভালের দল।

চতুর্থ মিনিটে রাফিনহার পাস ধরে দারুণভাবে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বক্সের ভেতর ভিনিকে থামাতে গিয়ে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

 

পিছিয়ে পড়া কলম্বিয়া নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণে যায়। শুরুর কয়েকটি আক্রমণ তেমন কার্যকর না হলেও ৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা। দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে দেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ।

 

বিরতি থেকে ফিরে ফের আক্রমণে মনোযোগ দেয় ব্রাজিল। কলম্বিয়াও চেষ্টা করেছে এগিয়ে যেতে। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। ম্যাচ যখন শেষের পথে, তখন ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্রাজিলকে নাটকীয় জয় এনে দেন রিয়াল তারকা।