NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

চীন ইতিবাচিকভাবে অলিম্পিক কার্যক্রমে অংশগ্রহণ করে : চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেং


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৯ এএম

চীন ইতিবাচিকভাবে অলিম্পিক কার্যক্রমে অংশগ্রহণ করে : চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেং

 

চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেং গত ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার বেইজিংয়ে চীন সফররত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখের সঙ্গে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে হান চেং বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও চীনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে চেয়ারম্যান বাখের গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন প্রশংসা করে। হারবিন এশিয়ান শীতকালীন গেমস সবেমাত্র সফলভাবে শেষ হয়েছে, ‘চীনা বৈশিষ্ট্য, এশিয়ান শৈলী এবং চমৎকার প্রতিযোগিতা’সহ একটি উচ্চ-স্তরের বরফ ও তুষার ক্রীড়া ইভেন্ট বিশ্বের কাছে উপস্থাপন করা হয়েছে। চীন বরাবরই ক্রীড়া উন্নয়নের ওপর গুরুত্বারোপ করতে আসছে এবং ইতিবাচিকভাবে অলিম্পিক কার্যক্রমে অংশগ্রহণ করে। চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে, অলিম্পিক গেমসের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বিশ্বের শান্তি, ঐক্য ও অগ্রগতি ত্বরান্বিতের জন্য অবদান রাখতে চায়।


বাখ হার্বিন এশিয়ান শীতকালীন অলিম্পিক গেমস সফল আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান। তিনি স্থায়ীভাবে আন্তর্জাতিক অলিম্পিক গেমসকে সমর্থন করার জন্যও চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চীনের সঙ্গে সহযোগিতা জোরদার, যৌথভাবে বহুপক্ষবাদ সুরক্ষা এবং অলিম্পিক গেমসের কার্যক্রমে আরো বেশি সাফল্য অর্জন ত্বরান্বিত করতে ইচ্ছুক। 

সূত্র : ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।