NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ছেলের সিনেমা দেখলেন আমির, নায়িকাকে বললেন শ্রীদেবী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ এএম

ছেলের সিনেমা দেখলেন আমির, নায়িকাকে বললেন শ্রীদেবী

আসছে ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ‘লাভিয়াপা’ সিনেমাটি। রোমান্সে ভরপুর আধুনিক গল্পের একটি সিনেমা এটি। সিনেমাটি আলোচনায় আছে দুই স্টারকিডের জন্য। এটি দিয়ে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন আমির খানের পুত্র জুনায়েদ খান ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর।

সেইসঙ্গে এই সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক হবে তাদের। এর আগে জুনায়েদ ‘মহারাজ’ নামের ছবিতে অভিনয় করলেও গেল বছর সেটি নেটফ্লিক্সে মুক্তি পায়। আর খুশি কাপুরের প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’-ও মুক্তি পায় নেটফ্লিক্সে।

 

বলিউড সুপারস্টার আমির খান এরইমধ্যে ছেলের প্রথম সিনেমাটি দেখেছেন। খুব উপভোগ করেছেন তিনি। নিজের ছেলের নাম ধরে আলাদা কোনো প্রশংসা না করলেও ছবির নায়িকা নিয়ে মন্তব্য করেছেন। আমির খান খুশির অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে শ্রীদেবীর সঙ্গে তুলনা করেছেন।

খুশি কাপুরকে নিয়ে আমির বলেন, ‘যখন পর্দায় খুশিকে দেখলাম মনে হলো আমি শ্রীদেবীকে দেখছি। তার মধ্যে সেই শক্তি ছিল। আমি সেটি স্পষ্টভাবে দেখতে পারলাম চমৎকার একজন অভিনেত্রীর আগমন হচ্ছে। আমি শ্রীদেবীর বিশাল ফ্যান হিসেবে খুশিকে দেখে আপ্লুত।’

 

‘লাভিয়াপা’ ছবির রাফ কাট দেখে প্রতিক্রিয়া জানিয়ে আমির বলেন, ‘আমি সিনেমাটি দেখেছি। এটা খুবই এন্টারটেইনিং। আমাদের জীবনে আজকাল যেভাবে মোবাইল ফোনের প্রভাব পড়েছে এবং এই কারণে আমাদের জীবনে যে মজাদার ঘটনা ঘটে তা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সকল অভিনেতা খুব ভালো কাজ করেছেন।’

রোমান্স, কমেডিতে ভরপুর একটি উপভোগ্য গল্পের পাশাপাশি চমৎকার কিছু গানও আছে ‘লাভিয়াপা’ ছবিতে। প্রত্যাশা করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে। সব বয়সের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। জুনায়েদ ও খুশির কেমিস্ট্রিও মনে ধরবে সবার।

 

এরইমধ্যে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। সেটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে।