NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

এক দিনে ১৫০০ অপরাধীর সাজা কমালেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫১ পিএম

এক দিনে ১৫০০ অপরাধীর সাজা কমালেন বাইডেন

ক্ষমতা ছাড়ার আগে ৩৯ জন কারাবন্দির ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে প্রায় দেড় হাজার বন্দির সাজা কমিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষমতাবলে এ আদেশ দেওয়া হয়েছে।

এভাবে এক দিনে এতজনকে ক্ষমার ঘটনা খুব সম্প্রতি দেখা যায়নি।

 

বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যারা ক্ষমা পেয়েছেন, তারা অসহিংস অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। নিজেদের জীবনেও পরিবর্তন এনেছেন তারা।

তিনি বলেন, ‘যাদের সাজা কমানো হয়েছে তারা এখনকার আইন, নীতি ও প্রচলিত রীতিতে কম সাজা পেতেন।

কারাগারে তাদের পুনর্বাসন ছিল সফল। এটি তাদের সম্প্রদায়কে আরো শক্তিশালী ও নিরাপদ করারও প্রতিশ্রুতি দেয়।’

 

হোয়াইট হাউস বলছে, ক্ষমা পাওয়াদের একটি বড় অংশ করোনাভাইরাস মহামারির সময় গৃহবন্দি ছিলেন। এই ক্ষমার আওতায় যারা এসেছেন তাদের সবাই অন্তত এক বছর গৃহবন্দি অবস্থায় অতিবাহিত করেছেন।

 

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ জারি রাখারও ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, ক্ষমার আবেদনগুলো নিয়ে পর্যালোচনা অব্যাহত থাকবে।

দুই সপ্তাহও হয়নি জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে আগ্নেয়াস্ত্র ও ট্যাক্সের মামলা থেকে নিঃশর্ত ক্ষমা দিয়ে সাজা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এ পদক্ষেপের পর তিনি বিতর্কের মুখে পড়েন।

বিশেষ করে রিপাবলিকানরা তার সমালোচনায় মেতে ওঠেন।

মেয়াদের শেষ সময়ে এসে হান্টার বাইডেনের মতো অন্যদের একইভাবে ক্ষমা করে দেওয়ার জন্য বাইডেনের ওপর চাপ তৈরি হয়।

 

সাজাপ্রাপ্তদের বেশির ভাগই মাদক অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে, এক দিনে সবচেয়ে বড় ক্ষমার ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৭ সালে তার বিদায়ের আগে ৩৩০ জনকে ক্ষমা করা হয়।

আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর হবে। ওই দিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন।

সূত্র : আলজাজিরা