পারলো না যুবারা। ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত রানার্সআপ হলো বাংলাদেশ। দুর্দান্ত ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলো ভারত।

রোববার ভারতের অরুনাচলে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হয় টাইব্রেকারে। ভারত ৪-৩ গোলে জিতে ট্রফি রেখে দেয় নিজেদের কাছে।

 

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই গোলরক্ষকের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬০ মিনিটে জয়ের গোলে ম্যাচে ফেরে ছোটনের দল। বাকি সময় গোল না হলে বাইলজ অনুযায়ী সরাসরি টাইব্রেকারে ফাইনালের নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।

সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া বাংলাদেশের যুবারা ধরে রাখতে পারেননি। অধিনায়ক ফয়সাল চতুর্থ শট পোস্টের উপর দিয়ে পাঠিয়ে দেন এবং সালাহ উদ্দিনের শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক। পঞ্চম শট লক্ষ্যভেদ করে ভারতকে ৪-৩ ব্যবধানের জয় এনে দেন শামিত।

 

 

 

ম্যাচের পর কান্নায় ভেঙ্গে পড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। এ সময় ভারতের খেলোয়াড়দের দেখা গেছে বাংলাদেশের খেলোয়াড়দের স্বান্তনা দিতে।