NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালক


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪০ এএম

ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করবেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার অভ্যন্তরীণ এক সভায় পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। 

এর আগে এফবিআইয়ের নতুন পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব কিছু ঠিক থাকলে ওই পদে যোগ দেবেন তিনি।

 

২০১৭ সালে ক্রিস্টোফারের নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প নিজেই। তিনি ১০ বছরের জন্য তাকে এই পদের জন্য মনোনয়ন দিয়েছিলেন। তবে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় এফবিআইয়ের তদন্তের বিষয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিস্টোফারকে। পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি।

 

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিস্টোফারকে বরখাস্ত করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপর কয়েক সপ্তাহ ধরে পদ ছাড়ার বিষয়টি বিবেচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্রিস্টোফার রে। আগামী জানুয়ারিতে ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

বৈঠকে ক্রিস্টোফার রে আরো বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যুরো এবং আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে- জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপর পদত্যাগ করা।

’ 

 

তিনি আরো বলেন, ‘আমার দৃষ্টিতে ব্যুরোকে ঝামেলার গভীরে নিয়ে যাওয়া এড়াতে এটাই সর্বোত্তম পন্থা।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তার মন্তব্যের পর সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। শ্রোতাদের মধ্যে কেউ কেউ আবার কাঁদছিলেন।

সূত্র : বিবিসি