NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

যাদের হাতে উঠল ‘ফিল্মফেয়ার’ ওটিটি পুরস্কার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ পিএম

যাদের হাতে উঠল ‘ফিল্মফেয়ার’ ওটিটি পুরস্কার

অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস- ২০২৪’। আর এবারের ওটিটি ফিল্মফেয়ারে হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে ম্যান-এর মতো প্রশংসিত কাজগুলোর জয়জয়কার দেখা গেল। এ বছর সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। অন্যদিকে কারিনা কাপুর পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

 

গতকাল রবিবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হল পঞ্চম ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস। তারকাখচিত অনুষ্ঠানে হাজির ছিলেন নামিদামি অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, টেকনিক্যাল ক্রু, প্রমুখ। ওয়েব সিরিজ এবং সিনেমার জন্য মোট ৩৯ বিভাগে এদিন পুরস্কার দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪’-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা -

সিরিজ

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামান্ডি)
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানসালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামান্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর খান (জানে জান)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (মহারাজ)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
সেরা মিউজিক: এ আর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সেরা সিনেমা: জানে জান
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বাই মেরি জান)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি