NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

NYBA Lions Club এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ২০২২-২০২৩


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

NYBA Lions Club এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ২০২২-২০২৩

২৫শে জুলাই সোমবার New York Bangladeshi American Lions Club  এর ২০২২-২০২৩ কার্য বৎসরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জ্যাকসন হাইটসের বারী হোম কেয়ার কার্য্যালয়ে নির্বাচন কমিশনের সভায় এই কমিটি গঠন করা হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার লায়ন্স শাহ নেওয়াজ। আরো উপস্থিত ছিলেন কমিশনার লায়ন্স এ্যাডভোকেট নাসির উদ্দিন, লায়ন্স মোহাম্মদ সাঈদ, লায়ন্স আসেফ বারী।

উল্লেখ্য, গত ৩০শে জুন ২০২২ ইং তারিখে লায়ন্স ক্লাবের নির্বাচন সভায় চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে লায়ন্স আহসান হাবিব, সেক্রেটারী পদে লায়ন্স হাসান জিলানী, কোষাধ্যক্ষ লায়ন্স মশিউর রহমান মজুমদার এবং মেম্বার চেয়ার পদে জেএফএম রাসেল নির্বাচিত হয়ে ছিলেন।

গত সোমবার নির্বাচন কমিশনের সভায় অন্যান্য ক্লাব কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়।

যাদের মধ্যে রয়েছেন:

সভাপতি, লায়ন্স আহসান হাবিব, সদ্য বিদায়ী সভাপতি লায়ন্স আসেফ বারী, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন্স রকি আলিয়ান, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন্স রানু নেওয়াজ,

তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন্স মুনমুন হাসিনা, চতুর্থ ভাইস প্রেসিডেন্ট লায়ন্স রেজা রশিদ, পঞ্চম ভাইস প্রেসিডেন্ট লায়ন্স ফাহাদ সোলায়মান, জেনারেল সেক্রেটারী লায়ন্স হাসান জিলানী, যুগ্ম সাধারণ সম্পাদক (এডমিন) লায়ন্স ডেজি ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রজেক্ট) লায়ন্স ফেমী রকি, কোষাধ্যক্ষ লায়ন্স মো: মশিউর রহমাম মজুমদার, টেল টুয়েস্টার লায়ন্স অনিক রাজ, লায়ন্স টেমার লায়ন্স রুহুল আমিন, মেম্বারশিপ চেয়ার লায়ন্স জেএফএম রাসেল, ডাইরেক্টর লায়ন্স আব্দুর রহিম হাওলাদার, লায়ন্স মোহাম্মদ আলী, লায়ন্স হারুন ভূইয়া, লায়ন্স মহব্বত আখন্দ, লায়ন্স লায়ন্স এমএস আলম, লায়ন্স আবেদা খানম, লায়ন্স একেএম রফিকুল ইসলাম ডালিম, লায়ন্স মোহাম্মদ কাসেম, লায়ন্স আবুল কাসেম চৌধুরী, লায়ন্স নূরুল আজিম।