NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

এ সপ্তাহে ওটিটির পর্দায় আসছে যেসব সিনেমা-সিরিজ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫২ পিএম

এ সপ্তাহে ওটিটির পর্দায় আসছে যেসব সিনেমা-সিরিজ

গোটা সপ্তাহের কর্মব্যস্ত জীবনের পর ছুটির দিনগুলো যেন একটু স্বস্তি নিয়ে আসে সবার জীবনে। ছুটির দিনটি মানুষ বিভিন্নভাবে উদযাপন করে। পরিবার নিয়ে ঘোরাফেরা, ভ্রমণ, বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়া। তবে ছুটির দিনে বেশির ভাগ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা।

টিভি কিংবা বড় পর্দায়, সিনেমা বা সিরিজ দেখা এখন মানুষের নিত্যদিনের অংশ হয়ে উঠছে। আর এখন ওটিটির যুগে প্রায় সবাই ঝুঁকছে ডিজিটাল প্ল্যাটফরমের দিকে। ওটিটির পর্দায় খুঁজে নিচ্ছে অবসর সময়ের বিনোদনের খোরাক।

 

প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও ওটিটিতে আসছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। চলুন, জেনে নেই কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন। 

 

ভেট্টায়ান : অ্যাকশন-ড্রামা তামিল সিনেমাটি আজ রিলিজ করবে প্রাইম ভিডিও। এতে অভিনয় করেছেন-অমিতাভ বচ্চন, রজনী কান্ত, রিতিকা সিং প্রমুখ।

সিনেমাহলেও বেশ ভাল আয় করেছে এটি।

 

সিটাডেল- হানি বানি : রাজ-ডিকের নির্মিত সিরিজটি আজ রিলিজ করবে হটস্টার। এতে অভিনয় করেছেন- বরুণ ধাওয়ান, সিমরান, সামান্থা রুথ প্রভু প্রমুখ। হলিউড সিটাডেলের ভারতীয় সংস্করন এটি।

দেভারা পার্ট ১ : এই সিনেমাটি আজ রিলিজ করবে নেটফ্লিক্স।

এতে অভিনয় করেছেন- জাহ্নবি কাপুর, সাইফ আলী খান, জুনিয়র এনটিআর প্রমুখ। সিনেমাহলে হিট হয়েছে এটি। দর্শকরাও মুখিয়ে রয়েছেন ওটিটির পর্দায় দেখার জন্য।

 

আরকেন সিজন ২ : এই সিরিজটি আগামীকাল ৯ নভেম্বর রিলিজ করবে নেটফ্লিক্স। এতে অভিনয় করেছেন-রিড লরেনজো, সোনেন, ইলেন থমাস প্রমুখ। প্রথম সিজনের পর থেকেই দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা।

এআরএম : টভিনো থমাস অভিনীত ‘এআরএম’ দেখা যাচ্ছে ৮ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে। সিনেমাটি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে প্রেক্ষাগৃহে। এবার ওটিটির পর্দা কাঁপাতে আসছে।

দ্য বাকিংহাম মার্ডারস : বহুদিন পর একক প্রধান ভূমিকায় পর্দায় ফিরলেন কারিনা কাপুর খান। তার অভিনীত ‘দ্য বাকিংহাম মার্ডারস’ দর্শক সমালোচকদের মন জয় করে এবার ওটিটির পর্দায়। ৯ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।