জার্মান ফুটবলে নতুন ইতিহাস বেয়ার লেভারকুসেনের। ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে প্রথমবার জিতল জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার শিরোপা। নিজ মাঠ বেঅ্যারেনায় ওয়ের্ডার ব্রেমেনের বিপড়্গে ৫-০ গোলের বিশাল জয়ে এই সোনালী কাব্য রচনা করল জাবি আলনসোর শিষ্যরা। লেভারকুসেনের বিশাল এই জয়ে হ্যাটট্রিক করেছেন ফ্লোরিয়ান ভাইরটজ।
মৌসুমের বাকী পাঁচ ম্যাচেই যদি বায়ার্ন জিতে অন্যদিকে লেভারকুসেন সব ম্যাচ হারলেও তাদের পেছনে ফেলতে পারবে না বায়ার্ন।
সবশেষ ১১ মৌসুমেই ট্রফি উত্সব করেছিল বায়ার্ন মিউনিখ। তাদের ওই একচ্ছত্র রাজত্বের অবসান ঘটিয়ে জার্মান ফুটবলের নতুন চ্যাম্পিয়ন এখন বেয়ারলেভারকুসেন। তাও আবার বায়ার্নকে পাঁচ ম্যাচ বাকী থাকতে বিশাল ব্যবধানে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন জাবি আলনসোর দল।
নিজ মাঠে খেলার ২৫ মিনিটে ভিক্টর বনিফেসের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় লেভারকুসেন।