এফএ কাপে লুটন টাউনকে নিয়ে যেন ছেলে খেলায় মেতে উঠেছিল ম্যানচেস্টার সিটি। বলতে গেলে একাই মেতেছিলেন আর্লিং হালান্ড। পঞ্চম রাউন্ডের ম্যাচে ম্যানসিটি জিতেছে ৬-২ গোলে। এর মধ্যে হালান্ড একাই করেছেন পাঁচটি গোল।
খবর প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১৫ এএম
এফএ কাপে লুটন টাউনকে নিয়ে যেন ছেলে খেলায় মেতে উঠেছিল ম্যানচেস্টার সিটি। বলতে গেলে একাই মেতেছিলেন আর্লিং হালান্ড। পঞ্চম রাউন্ডের ম্যাচে ম্যানসিটি জিতেছে ৬-২ গোলে। এর মধ্যে হালান্ড একাই করেছেন পাঁচটি গোল।
ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে পাঁচ গোল করলেন হালান্ড। এর আগে গত বছর চ্যাম্পিয়নস লিগে লিপজিগের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।
লুটনের মাঠে আক্রমণাত্বক শুরু করেছিল ম্যানসিটি। তৃতীয় মিনিটেই কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে জাল খুঁজে নেন আর্লিং হালান্ড। ১৮ মিনিটে আবারো ডি ব্রুইন ও হালান্ড রসায়ন। বেলজিয়ান মিডফিল্ডারের পাসেই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।
বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে ক্লার্ক আরেকবার জাল খুঁজে পান। এতে ম্যাচে ফেরার আভাস দেয় লুটন।
৭২ মিনিটে আরো একটি গোল পেয়ে যায় ম্যানসিটি। তবে এবার আর হালান্ড নন, গোলউৎসবে যোগ দেন মাতেও কোভাচিচ। জন স্টন্সের পাসে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। হালান্ড তখনো মাঠে ছিলেন বলেই মনে হচ্ছিল, আরো গোল করতে পারেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে তাকে তুলে হুলিয়ান আলভারেসকে মাঠে নামান পেপ গার্দিওলা। তাতে আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি।