এনডিএকে ৪০০ আসনে জয়ী করতে হলে, বিজেপিকে ৩৭০টির বেশি আসন পেতে হবে।’
প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে চান না বরং দেশের জন্য কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি যদি নিজের বাড়ির কথা ভাবতাম, তাহলে কোটি কোটি মানুষের জন্য বাড়ি নির্মাণ সম্ভব হতো না।’ ১০ বছরের নিখুঁত শাসন এবং ২৫ কোটি মানুষের দারিদ্র্য বিমোচন কোনো সাধারণ কীর্তি নয় বলেও উল্লেখ করেন তিনি।
এই বিজেপি নেতা বলেন, ‘একজন জ্যেষ্ঠ নেতা আমাকে বলেছিলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে আমি অনেক কাজ করেছি, এখন আমার বিশ্রাম নেওয়া উচিত। তবে আমি রাজনীতির জন্য নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করছি।’ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনকে মহাভারতের যুদ্ধের সঙ্গে তুলনা করেন।
দলীয় সূত্র বলছে, প্রার্থী চূড়ান্ত করাসহ নির্বাচনী কৌশল ঠিক করতে প্রতি সপ্তাহে বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।