NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নির্বাচনী রূপরেখা দিলেন মোদি


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫৬ পিএম

নির্বাচনী রূপরেখা দিলেন মোদি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ১০০ দিনের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০০ দিনে সবার বিশ্বাস অর্জন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপির এই নেতা। গতকাল রবিবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনে মোদি বলেন, ‘আগামী ১০০ দিনের মধ্যে আমাদের প্রত্যেক নতুন ভোটার, সব সুবিধাভোগী ও সম্প্রদায়ের কাছে যেতে হবে। সবার বিশ্বাস অর্জন করতে হবে।

এনডিএকে ৪০০ আসনে জয়ী করতে হলে, বিজেপিকে ৩৭০টির বেশি আসন পেতে হবে।’

 

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে চান না বরং দেশের জন্য কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি যদি নিজের বাড়ির কথা ভাবতাম, তাহলে কোটি কোটি মানুষের জন্য বাড়ি নির্মাণ সম্ভব হতো না।’ ১০ বছরের নিখুঁত শাসন এবং ২৫ কোটি মানুষের দারিদ্র্য বিমোচন কোনো সাধারণ কীর্তি নয় বলেও উল্লেখ করেন তিনি।

 

এই বিজেপি নেতা বলেন, ‘একজন জ্যেষ্ঠ নেতা আমাকে বলেছিলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে আমি অনেক কাজ করেছি, এখন আমার বিশ্রাম নেওয়া উচিত। তবে আমি রাজনীতির জন্য নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করছি।’ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনকে মহাভারতের যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

দলীয় সূত্র বলছে, প্রার্থী চূড়ান্ত করাসহ নির্বাচনী কৌশল ঠিক করতে প্রতি সপ্তাহে বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

দলের প্রধান জে পি নাড্ডা ও অমিত শাহর উপস্থিতিতে এমন বৈঠকে বলা হয়, নতুন ভোটার, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন এবং তরুণ-তরুণীদের ভোট অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি।  

 

সূত্র : এনডিটিভি