৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭-এ দাঁড়িয়েছে। ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গাজার দক্ষিণের হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না জানিয়ে আল-কুদরা আরো বলেছেন, ইসরায়েলি হামলায় এ পরযযন্ত ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে।