ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ-পরবর্তী সময়ে গাজাকে কিভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে জো বাইডেনের সঙ্গে তাঁর মতবিরোধ হয়েছে। ইসরায়েলের বর্তমান সরকার চাইছে না মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষও (পিএ) গাজার নিয়ন্ত্রণ নিক। বাইডেন প্রশাসন নেতানিয়াহুর মন্ত্রিসভায় রদবদল আনার আহ্বান জানিয়েছে বলেও শোনা যাচ্ছে। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার।
হামলা, বৃষ্টি, শীতে দুর্ভোগ চরমে
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে গতকালও ব্যাপক বোমাবর্ষণ চলেছে। খান ইউনিস ও পাশের রাফাহ শহরে তুমুল লড়াই হয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালিয়েছে তারা।
উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কর্মীদের আটক করা অব্যাহত রেখেছে ইসরায়েল। হাসপাতাল ছাড়ার সময় বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে তারা। এতে পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া আল-আওদা হাসপাতালও ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে গতকাল উত্তর গাজার শুজাইয়া শরণার্থী শিবিরে হামাসের অতর্কিত হামলায় ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিহতদের মধ্যে একজন কমান্ডারও ছিল। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস বলেছে, মধ্য গাজায় ১৫ জন ইসরায়েলি সেনা তাদের হামলায় হতাহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রাত পর্যন্ত গাজায় ১৮ হাজার ৬০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজারের বেশি আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো আট হাজার।
ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়া গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়েছে বৃষ্টি ও শীত। মূলত প্লাস্টিকের তাঁবুতে থাকতে হচ্ছে তাদের। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ভারি বৃষ্টি ও বাতাসের মধ্যে শীতের পোশাকের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে।
সুড়ঙ্গ পানিতে ভরছে ইসরায়েল
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামাসের সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢুুকিয়ে দিতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ কথা জানিয়েছে। ইসরায়েলের ধারণা, নিজেদের খোঁড়া এসব সুড়ঙ্গে হামাস যোদ্ধারা লুকিয়ে আছে এবং সামরিক সরঞ্জাম মজুদ করেছে।