উত্তর চীনের শানসি প্রদেশে একটি ভবনে আগুন লেগে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অনেক জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে শানসি প্রদেশের লুলিয়াং শহরের ইয়ংজু কয়লা কম্পানির একটি চারতলা ভবনে আগুনের সূত্রপাত হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে সম্প্রচারকারী সিসিটিভি ৬৩ জনের মৃত্যুর খবর জানায়, তবে পরে তা সংশোধন করা হয়। আহত ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে কেউ মারা গেছে কিনা তা প্রতিবেদনে বলা হয়নি।
সিসিটিভি জানিয়েছে, ‘উদ্ধার কাজ এখনও চলছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’ পরে নতুন খবরে তারা জানায়, ‘আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভবন থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। অনেক মানুষ পার্কিং লটে দাঁড়িয়ে তা দেখছে।
ভিডিওতে দেখানো ভবনটি ওয়েবসাইটে পোস্ট করা কয়লা কম্পানির সদর দপ্তরের ছবির সঙ্গে মিল রয়েছে।
সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কারণে চীনে প্রায়ই শিল্প দুর্ঘটনা ঘটে থাকে। গত জুলাই মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে জিমের ছাদ ধসে ১১ জন মারা গিয়েছিল। এর আগে উত্তর-পশ্চিম চীনের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছিল। গত এপ্রিল মাসে বেইজিং-এর একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয় এবং অনেকে ভয়ে জানালা দিয়ে লাফ দিতে বাধ্য হয়।
২০১৫ সালে তিয়ানজিনে সবচেয়ে খারাপ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটেছিল। একটি রাসায়নিক গুদামে বিশাল বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছিল।
সূত্র: এএফপি