NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

মাঙ্কিপক্স মহামারিতে রূপ নেবে বলে মনে করে না ডব্লিউএইচও


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮ এএম

>
মাঙ্কিপক্স মহামারিতে রূপ নেবে বলে মনে করে না ডব্লিউএইচও

 

রোজামুন্ড লুইস বলেন, মাঙ্কিপক্স মহামারিতে রূপ নিতে পারে বলে তাঁরা মনে করেন না।

ডব্লিউএইচওর মাঙ্কিপক্স-সংক্রান্ত শীর্ষ বিশেষজ্ঞ বলেন, ‘এই মুহূর্তে আমরা বিশ্বব্যাপী মহামারি নিয়ে উদ্বিগ্ন নইতবে ভাইরাসটির বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন রোজামুন্ড লইস। তিনি বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব আরও বিস্তার লাভ করার আগে তা বন্ধ করা এখনো সম্ভব।

মাঙ্কিপক্স ছড়ানোর ঘটনাকে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ হিসেবে অভিহিত করে উদ্বেগ জানিয়েছিল ডব্লিউএইচও। তবে গতকাল সংস্থাটি বলেছে, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

রোজামুন্ড লুইস বলেন, ‘আমাদের সবার ভয় পাওয়া উচিত বলে আমি মনে করি না।’

ডব্লিউএইচওর শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, মাঙ্কিপক্সে আক্রান্ত যেসব ব্যক্তির কোনো উপসর্গ নেই, তাঁরা অন্যদের সংক্রমিত করতে পারেন কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়

আফ্রিকায় প্রায়ই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। কিন্তু আফ্রিকার বাইরে গত মার্চে ইউরোপে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। বিভিন্ন দেশে ভাইরাসটি শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।

ডব্লিউএইচওর কাছে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২৫টি দেশ মাঙ্কিপক্স-সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে। এই তথ্যমতে, নিশ্চিত শনাক্ত ও সন্দেহভাজন মাঙ্কিপক্স রোগীর সংখ্যা ৪০০ জনে পৌঁছেছে।

মাঙ্কিপক্স রোগের তীব্রতা বেশ কম। বেশির ভাগ রোগী তিন থেকে চার সপ্তাহের মধ্যে রোগ থেকে সেরে ওঠেন।