NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

১৩ জুন সিলেটে বসছে আইওরা’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ পিএম

১৩ জুন সিলেটে বসছে আইওরা’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা

দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা আগামী ১৩ জুন সিলেটে অনুষ্ঠিত হবে। এটি আইওরার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ১৩তম সভা। এ সভায় ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্র নিয়ে সদস্য দেশগুলোর অগ্রগতি আলোচনা হবে।

বৃহস্পতিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মুখপাত্র জানান, ভারত মহাসাগরীয় বলয় সংস্থার সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী ১৩-১৪ জুন সিলেটে ১৩তম জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভার আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনে আইওরার ২৩টি সদস্য রাষ্ট্র থেকে ৬২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন।

রফিকুল আলম বলেন, সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে আইওরার ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্রে সদস্য দেশগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার যে ছয়টি অগ্রাধিকার তুলে ধরেন মুখপাত্র সেগুলো হলো- মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, ফিশারিজ ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস, একাডেমিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন।

ফোকাস এরিয়ারগুলো হলো- ব্লু ইকোনমি এবং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট।  

রফিকুল আলম বলেন, বাংলাদেশ ২০২১ সালের নভেম্বর থেকে আইওরার সভাপতির দায়িত্ব পালন করছে। সভাপতি পদ পাওয়ার পর এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের দুটি কাউন্সিল এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের তিনটি কমিটির সভা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আসন্ন সভাটি হবে আইওরার সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বশেষ সভা। আইওরার পরবর্তী সভা সভার সভাপতি শ্রীলঙ্কা আয়োজন করবে।