আর্ন্তজাতিক ডেস্ক: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গতকাল বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত কয়েকদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তার। ভ্যাটিকান সিটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য পোপকে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকবেন। বেশ কিছুদিন ধরেই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার।
হাসপাতালের একজন মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানিয়েছেন, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
পোপ ফ্রান্সিসের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। মাত্র ২০ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ কেটে বাদ দিতে হয়। ফুসফুসে অপারেশনের কারণে অল্পতেই তিনি শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে যান।
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বুধবার বলেছেন, আর্জেন্টিনা, ইতালী সহ বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। জানা গেছে, বুধবার সেন্ট পিটার্স স্কোয়ারে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস ২০১৩ সাল থেকে ভ্যাটিকান সিটির পোপের দায়িত্বে আছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।